জলপাইগুড়ি, 3 এপ্রিল: "রং কেবলই রং তো নয়-আমার স্কুলের পরিচয়, স্কুল পোশাকই পরিচয়-সেই পোশাকে গর্ব হয়, লাল ফিতে সাদা মোজা পালটে দেওয়া এতই সোজা" এমনই স্লোগান দিয়ে রাস্তায় নামলেন জলপাইগুড়ির বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা (WB School Dress)। শনিবার জলপাইগুড়ির সমাজপাড়া থেকে 'প্রাক্তনী সম্মিলনী' সংগঠনের একটি প্রতিবাদ মিছিল বের করেন । রাজ্য সরকার সব স্কুলের পোশাক আকাশি নীল সাদা রঙের করার সিদ্ধান্ত নিয়েছে যার বিরুদ্ধে তাদের এই প্রতিবাদ বলে জানালেন অরাজনৈতিক এই সংগঠনের সদস্য সৌভিক কুণ্ডা ।
তিনি বলেন, "রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সব স্কুলের একই রং-এর পোশাক হবে এ কারণেই আমরা প্রতিবাদ জানাচ্ছি ৷" তিনি আরও বলেন, "প্রতিটি স্কুলের পোশাকের মাধ্যমে স্কুলের পরিচয় পাওয়া যায় ৷ আমাদের স্কুলের পোশাক আমাদের কাছে একটা আবেগ । তাই আমরা দলমত নির্বিশেষে পথে নেমেছি ।" গতকাল জেলার সমাজ পাড়ার আইএমএ ময়দান থেকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় । এই প্রতিবাদ মিছিলে জলপাইগুড়ি জেলা শহরের বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশ নেয় ।