জলপাইগুড়ি, 2 অগস্ট: জেনারেটরে শর্ট সার্কিট থেকে 10 জনের মৃত্যুর ঘটনার পর কড়া পদক্ষেপ জেলা পুলিশের ৷ জলপাইগুড়ি জেলাজুড়ে শুরু হয়েছে ধরপাকড় ৷ গাড়িতে ডিজে বাজিয়ে যাওয়া পুণ্যার্থীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ ৷ পুলিশ সুপারের নির্দেশে এই অভিযান শুরু করেছে জেলা পুলিশ (Jalpaiguri Police Takes Step on Using Sound System at Pilgrims car) ৷ জলপাইগুড়ির একাধিক সাউন্ড অপারেটরদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুলিশ সুপার ৷ পুণ্যার্থীদের মিউজিক সিস্টেম ভাড়া দেওয়া নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয় ব্যবসায়ীদের ৷
জলপাইগুড়ির পুলিশ সুপারের নির্দেশে ডিজে বাজিয়ে যাওয়া পুণ্যার্থীদের গাড়ি ধরপাকড় শুরু করেছে জলপাইগুড়ি পুলিশ। সোমবার রাত থেকেই জেলা পুলিশ সুপারের নির্দেশে জলপাইগুড়ি কোতয়ালি থানা জাতীয় সড়কে অভিযান চালায় ৷ ডিজের সাউন্ড সিস্টেম চালিয়ে যাওয়া গাড়িগুলিকে আটক করে ৷ কিছু গাড়ি আটক করে ৷