জলপাইগুড়ি, 28 এপ্রিল : ভুল খবর প্রকাশ করা নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশের তরফে নোটিশ পাঠানো হল দুই সাংবাদিককে (Jalpaiguri Police Sends Notice to Journalists for Publishing Misleading News) ৷ জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটি নিউজ চ্যানেল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফেক নিউজ সম্প্রচার করছে । সম্প্রচারিত হওয়া নির্যাতিতার বয়স যেমন তারা ভুল দেখিয়েছে, পাশাপাশি যা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা । মিথ্যা তথ্য পরিবেশনের জন্য আমরা আইনানুগ ব্যবস্থা নেব ।"
সম্প্রতি নাবালিকার শ্লীলতাহানি (Minor Molestation)-সহ একাধিক ঘটনার অভিযোগ জলপাইগুড়ি জেলা পুলিশের বিভিন্ন থানায় দায়ের হয়েছে । পুলিশ অভিযুক্তদের গ্রেফতারও করেছে ।