জলপাইগুড়ি, 27 অগাস্ট : জলপাইগুড়ি ফার্মেন্সি ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের আন্দোলন আজ চতুর্থ দিনে পৌঁছাল ৷ জটিলতা কাটাতে জেলাশাসকের তরফে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয় ৷ কিন্তু, প্রশাসনের তরফে কেউ না আসায় বৈঠক ভেস্তে গেল ।
28 তারিখ অ্যাকাডেমিক কাউন্সিল ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান ফার্মেন্সির ইনস্টিটিউটের অধ্যক্ষ ৷ ছাত্রছাত্রীদের দাবি, বিগত বর্ষের পরীক্ষার 80 শতাংশ ও হোম অ্যাসাইনমেন্টের 20 শতাংশ নম্বর নিয়ে এবারের ফলাফল প্রকাশ করতে হবে ৷ এই দাবিতে ছাত্রছাত্রীদের অনশন আন্দোলন আজ চতুর্থ দিনে পড়ল ।
ছাত্রছাত্রীদের দাবি, কলেজে এতদিন বন্ধ থাকার কারণে আমরা পড়তে পারিনি । তাই এবার পরীক্ষা নেওয়া যাবে না ৷ বিগত বর্ষের পরীক্ষার 80 শতাংশ ও হোম অ্যাসাইনমেন্টের 20 শতাংশ নম্বর নিয়ে এবারের ফলাফল প্রকাশ করতে হবে ৷ এরপর কলেজের পক্ষ থেকে জানানো হয় ছাত্রছাত্রীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।
ছাত্রছাত্রীদের তরফে চতুর্থ বর্ষের ছাত্র তন্ময় তন্ত্র জানান, ‘‘কোরোনার আবহে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে । আমরা চাইছি আমাদের 80 শতাংশ নম্বর আগের পরীক্ষাগুলো থেকে নিয়ে আর বাকি 20 শতাংশ নম্বর অ্যাসাইনমেন্টের থেকে নিয়ে আমাদের ফলাফল দেওয়া হোক । আজ বৈঠকের কথা থাকলেও তা হয়নি।’’
এদিন জলপাইগুড়ি ফার্মেন্সি ইনস্টিটিউটের অধ্যক্ষ সৌরভ সিনহা রায় জানান, ‘‘আমি ছাত্রছাত্রীদের সঙ্গেই রয়েছি । আজ জেলাশাসকের ত্রিপাক্ষিক বৈঠকে বসে সমস্যা মেটানোর কথা ছিল । কিন্তু লকডাউনের জন্য আজকের বৈঠক হল না । অ্যাকাডেমিক কাউন্সিলের সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীদের নিয়ে বৈঠক করে যাতে করে সমস্যার সমাধান হয় সেই দিকটা দেখা হচ্ছে ''