পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 26, 2020, 4:34 PM IST

ETV Bharat / state

জলপাইগুড়িতে ফার্মাসি কলেজের ছাত্র-ছাত্রীদের অনশনের আজ তৃতীয় দিন

বিগত বর্ষের পরীক্ষার ভিত্তিতে 80 শতাংশ নম্বর এবং 20 শতাংশ নম্বর হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে ধার্য করে পরীক্ষা নিতে হবে । সেই দাবিতেই অনশনরত ফার্মাসি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছাত্রীরা । আজ তার তৃতীয় দিন ৷

জলপাইগুড়ি
জলপাইগুড়ি

জলপাইগুড়ি, 26 অগাস্ট : জলপাইগুড়িতে ফার্মাসি কলেজের ছাত্র-ছাত্রীদের অনশন আন্দোলন অব্যাহত ৷ গত পাঁচদিন ধরে আন্দোলন চললেও অনশন আন্দোলনের আজ তৃতীয় দিন ৷ মূলত তাদের দাবি, বিগত বর্ষের পরীক্ষার ভিত্তিতে 80 শতাংশ নম্বর এবং 20 শতাংশ নম্বর হোম অ্যাসাইনমেন্টের মাধ্যমে ধার্য করে পরীক্ষা নিতে হবে । সেই দাবিতেই অনশনরত ফার্মাসি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছাত্রীরা ।

মূলত গত সপ্তাহে কলেজের অধ‍্যক্ষকে ঘিরে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা । কলেজের পক্ষ থেকে তাদের জানানো হয় পরীক্ষা বাতিল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । তাদের সিদ্ধান্তের উপর বিষয়টি নির্ভর করছে ৷ আন্দোলনরত ছাত্র তন্ময় তন্ত্র জানান, "কোরোনার আবহে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে । আমরা চাইছি আমাদের 80 শতাংশ নম্বর আগের পরীক্ষাগুলির উপর ভিত্তি করে দেওয়া হোক আর বাকি 20 শতাংশ নম্বর হোম অ্যাসাইনমেন্টের ভিত্তিতে।"

তিনি আরও বলেন, "কলেজ কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিল ৷ তাই আমরা আন্দোলন তুলে নিয়েছিলাম । কিন্তু আমাদের দাবি পূরণ করা হয়নি ৷ তাই আমরা ফের আন্দোলন আবার শুরু করেছি । দাবি না মানা পর্যন্ত অনশন আন্দোলন চলাবো আমরা ।"

আজ জলপাইগুড়ি ফার্মাসি ইনস্টিটিউটের অধ্যক্ষ সৌরভ সিনহা রায় জানান, "আমি ছাত্রছাত্রীদের সঙ্গে রয়েছি । জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ছাত্রছাত্রীদের নিয়ে বৈঠক করার চিন্তাভাবনা চলছে ৷ যাতে সমস্যার খুব দ্রুত সমাধান হয় ।"

ABOUT THE AUTHOR

...view details