জলপাইগুড়ি , 22 অক্টোবর : শুধু OC নয়, সোনা উদ্ধারে জড়িত রয়েছে অনেক রাঘব বোয়াল ৷ OC-কে সরানো হল আই-ওয়াশের জন্য । দাবি BJP -র জলপাইগুড়ি জেলার সভাপতি বাপি গোস্বামীর । সোনার বিস্কিট উদ্ধারের ঘটনায় OC - র সাথে আরও কেউ জড়িত আছে কি না সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জেলা পুলিশের অন্দরে ।
10 অক্টোবর দুপুরে খবর পেয়ে নাগরকাটা থানার OC তাঁর টিম নিয়ে একটি ছোটো গাড়িকে বাতামাড়ি মোড়ে আটকান । গাড়িটি অসমের গোহাটি থেকে আলিপুরদুয়ারের বীরপাড়া তেলিপাড়া সেবক রোড হয়ে শিলিগুড়ি যাচ্ছিল । সেই গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর সোনা পাওয়া যায় । কিন্তু পরে সাংবাদিক বৈঠকে করে দেখানো হয় 8.297 কেজি সোনা উদ্ধার হয়েছে । যার বাজারমূল্য চার কোটি টাকা । ঘটনাটি জলপাইগুড়ি জেলা পুলিশের বড় সাফল্য বলে সোশাল মিডিয়ায় পোস্টও করা হয় । গ্রেপ্তার করা হয় মহারাষ্ট্রের সন্তোষ গাজাজে (21), কোচবিহার মাথাভাঙার বাসিন্দা কৃষ্ণ মজুমদার (46) ও মালিগাঁও অসমের বাসিন্দা মনতোষ বিশ্বাসকে (35) । ধৃতদের বিরুদ্ধে 379/411/ 413/120 B IPC ধারায় মামলা রুজু করা হয়েছিল ।