জলপাইগুড়ি , 17 মার্চ : কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে এবার প্রচারে নামল জলপাইগুড়ি পৌরসভা । পৌরসভার তরফে রাস্তার মোড়ে বড় বড় ব্যানার, হোর্ডিং লাগানো হয়েছে । কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে কী কী করা উচিত এবং কোরোনা ভাইরাসের সংক্রমণের লক্ষণ কী তা ফ্লেক্সের মাধ্যমে তুলে ধরা হয়েছে ।
কোরোনা নিয়ে সচেতন করতে ব্যানার, হোর্ডিং লাগাল জলপাইগুড়ি পৌরসভা - জলপাইগুড়ি পৌরসভা
কোরোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে জলপাইগুড়ি পৌরসভার তরফে লাগানো হল ব্যানার ।
জলপাইগুড়ি শহরের থানা মোড়, বড় পোস্ট অফিস মোড় , কদমতলা সহ অন্য জায়গায় এই ব্যানার লাগানো হয়েছে । এই ভাইরাসের উপসর্গগুলো কী কী, কী করলে সংক্রমণ হবে না, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে ব্যানারে । যেমন- স্যানিটাইজ়ার ব্যবহার করা, মাস্ক পড়ে থাকা ও ভিড় এড়িয়ে যাওয়া ।
জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত বলেন ,"আমরা পৌরসভার পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতেই প্রচুর ফ্লেক্স লাগিয়েছি । কোরোনা ভাইরাস নিয়ে যাতে কেউ আতঙ্কিত না হয় সেই বার্তা দেওয়া হয়েছে । "