ধুপগুড়ি, 19 অগাস্ট : আচমকা ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় । হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানান, বিধানসভায় রাজ্যে BJP ক্ষমতায় আসার পরই ধুপগুড়িবাসীর স্টেট জেনেরাল হাসপাতালের দাবির পথ আরও মসৃণ হবে ।
ধুপগুড়ি হাসপাতাল পরিদর্শন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের - dhupguri
আচমকা ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় । হাসপাতাল পরিদর্শনের পর তিনি জানান, বিধানসভায় রাজ্যে BJP ক্ষমতায় আসার পরই ধুপগুড়িবাসীর স্টেট জেনেরাল হাসপাতালের দাবির পথ আরও মসৃণ হবে ।
আজ সকালে আচমকা হাসপাতাল পরিদর্শনে আসেন জয়ন্ত রায় । হাসপাতালের ঢুকেই তিনি আউটডোর ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন । এরপর ব্লক স্বাস্থ্য আধিকারিকের (BMOH) সঙ্গে কথা বলতে যান । হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা, হাসপাতাল চত্বরে দালাল চক্রের সক্রিয়তার বিষয়গুলি তুলে ধরেন BMOH-র কাছে । সাংসদকেও হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব থেকে শুরু করে বিভিন্ন দাবি জানান ।
পরে তিনি বলেন, BMOH-কে জানিয়েছি সব । হাসপাতালের সমস্যা নিয়ে আমি আমার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাব । বিভিন্ন সংবাদমাধ্যমে ধুপগুড়ি হাসপাতালের নানা সমস্যা বারবার উঠে আসছে । সেগুলি দেখেই এই পরিদর্শন । এই হাসপাতালে রোগী অনুযায়ী হাসপাতালে চিকিৎসক নেই । পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে । তার মধ্যেও চারজন চিকিৎসক দিয়ে হাসপাতালের কাজ চলছে । নিজেও চিকিৎসক হিসেবে কাজ করে এসেছি, তাতে আগামীদিনে এই ভাবে চার জন দিয়ে পরিষেবা দেওয়া অসম্ভব । এছাড়াও হাসপাতাল চত্বরে দালাল চক্রের অভিযোগ শুনেছি । গরিব মানুষ যদি হাসপাতালে চিকিৎসা করাতে এসে দালালের খপ্পরে পড়ে যায় তাহলে তো বিপদ ।"