জলপাইগুড়ি, 25 ফেব্রুয়ারি : উদ্বোধন হল কোচবিহারের নবনির্মিত হলদিবাড়ি রেলওয়ে স্টেশনের । আজ হলদিবাড়ি রেলওয়ে স্টেশন উদ্বোধন করেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপূর্ব সীমান্ত রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আর কে ভর্মা ।
নবনির্মিত হলদিবাড়ি স্টেশন উদ্বোধন করলেন সাংসদ জয়ন্ত কুমার রায় - জয়ন্তকুমার রায়
খুব তাড়াতাড়ি হলদিবাড়ি স্টেশন থেকে ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ শুরু হবে ৷ সেই ভাবনা থেকেই হলদিবাড়ি স্টেশনকে আধুনিক রেলওয়ে স্টেশন বানানো হয়েছে ।
![নবনির্মিত হলদিবাড়ি স্টেশন উদ্বোধন করলেন সাংসদ জয়ন্ত কুমার রায় Haldibari Railway Station](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6202269-832-6202269-1582643390415.jpg)
উত্তরপূর্ব সীমান্ত রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার RK ভর্মা জানান, "হলদিবাড়ি স্টেশনের বিল্ডিংয়ের জন্য মোট খরচ হয়েছে 56.60 কোটি টাকা । অত্যাধুনিক আন্তর্জাতিক মানের এই রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য থাকছে সব ধরনের সুযোগ সুবিধা । থাকছে রাত্রিবাসের সুবিধা ৷ ড্রাইভারদের জন্য থাকছে রেস্ট রুম । 2017 সালে হলদিবাড়ি স্টেশনের কাজটি করার জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল । 2018 সালের সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয় । 2019 সালে অক্টোবর মাসে কাজটি শেষ হয় ।" হলদিবাড়ি থেকে বাংলাদেশর মধ্যে রেল পরিষেবার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, "আমরা আসা রাখছি খুব তাড়াতাড়ি হলদিবাড়ি স্টেশন থেকে ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ শুরু হবে ৷ সেই ভাবনা থেকেই হলদিবাড়ি স্টেশনকে আধুনিক রেলওয়ে স্টেশনে পরিণত করা হয়েছে ।"
আজ রেলওয়ে স্টেশনের সূচনা করেন জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় । উদ্বোধনের পর তিনি বলেন, "কেন্দ্র সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক মানের রেলওয়ে স্টেশন তৈরি করল । আগামীতে এই হলদিবাড়ি স্টেশন হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে রেল যোগাযোগ চালু হবে । ফলে এই স্টেশনের গুরুত্ব বাড়বে । সেই ভাবনা থেকেই আন্তর্জাতিক মানের রেলওয়ে স্টেশন করা হয়েছে । এই এলাকার মানুষের এটা বড় প্রাপ্তি ।"