পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়ায় কোরোনা পজ়িটিভের ব্যক্তিগত তথ্য দিলে কড়া পদক্ষেপ করবে জলপাইগুড়ি স্বাস্থ্যবিভাগ

কোরোনা আক্রান্তদের ব্যক্তিগত তথ্য সোশাল মিডিয়ায় প্রকাশ করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে জলপাইগুড়ি প্রশাসন এবং জেলা স্বাস্থ্যবিভাগ । একইভাবে কঠোর থাকবে স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করার ক্ষেত্রেও ।

jalpaiguri
jalpaiguri

By

Published : Jun 6, 2020, 10:26 PM IST

জলপাইগুড়ি, 6 জুন : কোরোনা সংক্রমণ নিয়ে ছড়ানো হচ্ছে গুজব । কোরোনা পজ়িটিভ ব্যক্তিদের নাম, ঠিকানা এবং ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ উঠেছে জলপাইগুড়িতে । হেনস্থা করা হয়েছে স্বাস্থ্যকর্মীদেরও । আর এই ঘটনা একবার নয় , ঘটেছে বারবার । স্বাস্থ্যদপ্তরের তরফে একাধিকবার নিষেধ করার পরেও বন্ধ হয়নি এই কাজ । এইবার তাই এই ধরনের ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্যবিভাগ । অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।

যে ব্যক্তি সোশাল মিডিয়ায় কোরোনা আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত তথ্য এবং ছবি পোস্ট করবেন তাঁর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করবে স্থানীয় প্রশাসন । একইভাবে গুজব ছড়ানোর ক্ষেত্রেও কঠোর হবে প্রশাসন ।

স্বাস্থ্যদপ্তরের কোরোনা মোকাবিলায় উত্তরবঙ্গের OSD সুশান্ত রায় বলেন, “প্রতিদিনই কোরোনা আক্রান্তদের নিয়ে গুজব ছড়ানো হচ্ছে । এমনকী স্বাস্থ্যকর্মীদের হেনস্থার ঘটনাও ঘটছে । স্বাস্থ্যকর্মীরা যদি পরিষেবা না দেন তাহলে সাধারণ মানুষের কী হবে সেটা কেউ বুঝতে পারছেন না । কোরোনা পজ়িটিভ ব্যক্তির মৃত্যুর ভুয়ো খবর প্রচার করা হচ্ছে । এটা ঠিক নয় । আমরা লিফলেট ছাপিয়ে বিলি করব । চাই না এমন ঘটনা আর ঘটুক । আমি পুলিশকেও বলেছি কড়া হাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ।”

এইদিকে ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক লাকি দেওয়ান বলেন, “প্রতি মুহূর্তে আমাদের না না কথা শুনতে হচ্ছে । ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালের চার জন কোরোনা পজ়িটিভ হওয়ার পরেই সোশাল মিডিয়ায় কোরোনা পজ়িটিভ ব্যক্তিদের নাম, ঠিকানা এবং ছবি প্রচার করা হয়েছে । এটা দুঃখজনক ঘটনা । এবার থেকে এমন প্রচার রুখতে কড়া পদক্ষেপ না করলে স্বাস্থ্যকর্মী বা আক্রান্তরা মানসিকভাবে ভেঙে পড়বেন ।” এই ঘটনাগুলি বিভিন্ন সামাজিক সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে ।

ABOUT THE AUTHOR

...view details