পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নার্স দিবসে সেবিকাদের সম্মান জলপাইগুড়ির গ্রিনভ্যালির - Green Valley members honored nurses on nurse's Day

নার্স দিবসে নার্সদের সম্মান জানাতে এগিয়ে এলেন জলপাইগুড়ি গ্রিনভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন । হাসপাতালে গিয়ে নার্সদের হাতে চকোলেট, স্যানিটাইজ়ার, গ্লাভস তুলে দিলেন সংগঠনের সদস্যরা ।

Green Valley members honored nurses on nurse's Day
বিশ্ব নার্স দিবসে নার্সদের সম্মাননা

By

Published : May 12, 2020, 5:39 PM IST

জলপাইগুড়ি, 12 মে : প্যানডেমিকের সামনের সারিতে থেকে তাঁরাই যুদ্ধ চালাচ্ছেন । আজ তাঁদের নামেই দিবস । বাইরে থেকে অনেক কথা বলা হলেও সামনে গিয়ে কেউ উৎসাহিত করেন না । কারণ তাঁরা হাসপাতালে ডিউটি করছেন । এই সময়ে অনেকেই হাসপাতালে যাওয়া বন্ধ করে দিয়েছেন । আজ ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন । আজ বিশ্ব নার্স দিবস । সদর হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে নার্সদের সম্মান জানালেন গ্রিনভ্যালির সদস্যরা ।

নার্স দিবসে নার্সদের সম্মান জানাতে এগিয়ে এলেন জলপাইগুড়ি গ্রিনভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন । হাসপাতালে গিয়ে নার্সদের হাতে চকোলেট, স্যানিটাইজ়ার, গ্লাভস তুলে দিলেন সংগঠনের সদস্যরা ।

সংগঠনের সাধারণ সম্পাদক পাপ্পু শীল বলেন, আজ " নার্স দিবস " নার্সদের জন্য একটু উপহার তুলে দিলাম । এই মহামারীতে তাঁরা যেভাবে কাজ করছেন, তা অভাবনীয় ৷ আমাদের স্বল্প ক্ষমতার মধ্যেই মাস্ক, হ্যান্ড গ্লাভস ও চকলেট তুলে দিলাম । কোরোনা ভাইরাসের মহামারীতে নার্সরাই আমাদের সুরক্ষিত রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন । দিনরাত এক করে অনেক কষ্টের মধ্যেই PPE পরে পরিষেবা দিচ্ছেন । তাই নার্সদের সুরক্ষার জন্য আমরা নার্স দিবসে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ।

ABOUT THE AUTHOR

...view details