পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Peas Cultivation: নকল বীজ, কয়েক হাজার বিঘা জমিতে মটরশুঁটি চাষ করে বিপাকে 500 চাষি - Jalpaiguri News

প্রতিবারের মতো এবারও দোকান থেকে বীজ কিনে মটরশুঁটি চাষ করেছিলেন জলপাইগুড়ির রাজগঞ্জের টাকিমারি এলাকার চাষিরা ৷ কিন্তু ফল উৎপাদনের সময় হয়ে গেলেও তা না হওয়ায় মাথায় হাত পড়েছে তাঁদের (Peas Cultivation)৷

Jalpaiguri
জলপাইগুড়িতে মটরশুঁটি চাষ

By

Published : Dec 29, 2022, 7:00 PM IST

মটরশুঁটি চাষ করে ক্ষতির মুখে জলপাইগুড়ির রাজগঞ্জের চাষিরা

জলপাইগুড়ি, 29 ডিসেম্বর: মটরশুঁটি চাষ করে মাথায় হাত প্রায় 500 চাষির(Jalpaiguri Farmers Affected on Cultivating Peas)৷ গাছ হলেও তাতে ফল নেই । নকল মটরশুঁটি বীজের কারণেই এমন পরিস্থিতি বলে দাবি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের টাকিমারি এলাকার কৃষকদের । এর জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 30 কোটি টাকা ছাড়াবে বলে ধারণা ।

টাকিমারি বাজারের একাধিক বীজের দোকান থেকে কিনে এ বছর প্রায় কয়েক হাজার বিঘা জমিতে মটরশুঁটি চাষ করেছেন 500 চাষি । গাছ ঠিকঠাক হলেও তাতে ফল হচ্ছে না । কৃষকদের অভিযোগ, নকল বীজ দেওয়া হয়েছে ৷

ঘটনার খবর পেয়েই ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে যান কৃষি দফতর, ব্লক প্রশাসন, ভূমি দফতরের আধিকারিকরা ৷ এরপরই নকল বীজ সরবরাহ করার অভিযোগে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের টাকিমারি এলাকার একটি বীজের দোকান বন্ধ করে দেওয়া হয় কৃষি দফতরের পক্ষ থেকে । বিষয়টি নিয়ে আলোচনা করে কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে কৃষি দফতর ।

আরও পড়ুন :স্বাদে-গন্ধে অতুলনীয়, বিঘোরের বেগুনে মজে সারা বাংলা

এই বিষয়ে রাজগঞ্জের কৃষি দফতরের আধিকারিক অম্বিকা সেনাপতি জানান, মটরশুঁটি চাষ করলেও তাতে ফলন হচ্ছে না ৷ প্রায় 1400-1500 বিঘা জমিতে চাষ হয়েছে । কীভাবে কৃষকদের পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টাই করা হচ্ছে ৷

এদিকে কৃষক নিত্যলাল দাস, হরিপদ রায়রা বলেন, "কৃষি দফতর আমাদের বীজের দাম ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন ।বিঘা প্রতি চার হাজার টাকার বীজ লেগেছে । কিন্তু আমাদের পরিশ্রম ও যা খরচ হয়েছে তা আমাদেরকেই বহন করতে হবে । অনেকে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে চাষ করেছেন । তাঁরা কীভাবে এই ঋণ মেটাবেন তা বুঝে উঠতে পারছেন না। আমরা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছি ।

এদিকে বীজের দোকানের মালিক দীপঙ্কর ঘোষ বলেন, "মটরশুঁটির বীজ এসেছিল 45 টন । আমরা আরও 60-70 লক্ষ টাকার বীজ বিক্রি করেছি । কিন্তু বীজের ফলন নেই । কৃষি দফতরের আধিকারিকরা এসে আমার দোকান সিল করে দিয়েছে ৷ কৃষকদের বীজের দাম ফিরিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে । আমরা কোম্পানিকে বলেছি কীভাবে এমন হল তা ক্ষতিয়ে দেখতে ।

আরও পড়ুন :দার্জিলিংয়ে কমলা চাষের পুনরুজ্জীবনে মংপুতে কমলা উৎসব

ABOUT THE AUTHOR

...view details