পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে কোরোনা আক্রান্তের সংস্পর্শে আসা 12 জনের সোয়াবের নমুনা সংগ্রহ - corona

এখনও পর্যন্ত জলপাইগুড়ি কোরোনা আক্রান্ত নার্সিং ছাত্রীর পরিবারের কাউকেই কোয়ারানটিনে নিয়ে যাওয়া হয়নি। তাঁদের বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।

swabs
সোয়াব

By

Published : May 21, 2020, 7:31 PM IST

জলপাইগুড়ি, 21 মে : কোরোনা আক্রান্ত নার্সিং ছাত্রীর আত্মীয় সহ 12 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগ । আগামীকাল থেকে ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে প্রশাসনের তরফে ।

এখনও পর্যন্ত জলপাইগুড়ি কোরোনা আক্রান্ত নার্সিং ছাত্রীর পরিবারের কাউকেই কোয়ারানটিনে নিয়ে যাওয়া হয়নি। তাঁদের বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে । মঙ্গলবার রাতেই কোরোনা মোকাবিলার দায়িত্বে থাকা উত্তরবঙ্গের OSD ডাঃ সুশান্ত রায় জানিয়েছিলেন, পরিবারের সবাইকে কোয়ারানটিনে রাখা হবে । কিন্তু এখনও পর্যন্ত তাঁর বাড়ির কাউকেই কোয়ারানটিনে রাখা হয়নি । তাঁদের হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, আগামীকাল থেকে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাফার জ়োনে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হবে। এর জন্য স্বাস্থ্যকর্মীদের একটা টিমও তৈরি করা হয়েছে। এই সার্ভের জন্য 24 জন স্বাস্থ্যকর্মীকে কাজে লাগানো হবে বলে জানা গেছে। ইতিমধ্যেই স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details