পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri District Police: রিসর্টের বেআইনি ব্যবসায় লাগাম টানতে বিশেষ অভিযান পুলিশের - ডুয়ার্স

ডুয়ার্সের রিসর্টের বেআইনি পর্যটন ব্যবসায় রাশ টানতে উদ্যোগ নিল জলপাইগুড়ি পুলিশ ৷ রিসর্টের বেআইনি ব্যবসা বন্ধ করতে আগাম না জানিয়ে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Etv Bharat
ডুয়ার্স

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 6:42 AM IST

Updated : Aug 24, 2023, 6:59 AM IST

জলপাইগুড়ি, 23 অগস্ট:ডুয়ার্সের বিভিন্ন রিসর্টে চলা বেআইনি ব্যবসায় লাগাম টানতে বিশেষ উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। সেই লক্ষ্যে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করতে চলেছে পর্যটন ব্যবসায়ীদের সংগঠনও। অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ীরা অবৈধভাবে নাবালক-নাবালিকাদের রিসর্টে থাকার অনুমতি দিচ্ছেন। বাড়তি লাভের আশায় আইনকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়েই চলছে ব্যবসা। এসব বন্ধ করতেই এবার থেকে আচমকা অভিযান চালাবার কথা ভাবছে জেলা পুলিশ।

ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম তথা লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, "আমরা সরকারি নিয়ম মেনেই সকলকে পর্যটন ব্যবসা করতে বলেছি। কেউ নিয়ম না মানলে পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করুক। আমরা কখনই কোনও পর্যটন ব্যবসায়ীকে আইন ভেঙে কাজ করতে উৎসাহ দেব না ।"

সারা বছরই পর্যটকের আনাগোনা

তিনি আরও জানান, সমস্যাটা অন্য জায়গায় ৷ স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের জন্য এটাই আয়ের একমাত্র পথ ৷ তাঁরা কখনও চান না ব্যবসার পরিবেশ খারাপ হোক ৷ এই সমস্ত ব্যবসায়ীদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে ৷ কিন্তু যাঁরা বাইরে থেকে ব্যবসা করতে আসছেন সেই দায়বদ্ধতা কম ৷ তাঁরাই এই ধরনের কাজে যুক্ত হয়ে পড়ছেন বলে অনুমান দিব্যেন্দুর। এমতাবস্থায় পুলিশ আচমকা অভিযান চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি মনে করেন ৷

উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার ডুয়ার্স

একইভাবে জিপসি ওনার্স অ্যাসোসিয়েশন অন্যতম সদস্য মজিদুল আলম জানান, এই ধরনের ব্যবসা হোক এটা কখনই কাম্য নয় ৷ পর্যটনস্থলে রিসর্টে অবৈধ কার্যকলাপ কখনওই বরদাস্ত করা হয় না। কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে আইনি ভাঙছেন। এই ধরনের ঘটনা এলাকায় খারাপ প্রভাব ফেলছে ৷

আরও পড়ুন:মালদার পর্যটনকে মানুষের কাছে আকর্ষণীয় করতে প্রশাসন ও বণিকসভার যৌথ উদ্যোগ

জলপাইগুড়ির পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গনপত বলেন, "আমার বিভিন্ন রিসর্টে আচমকা তল্লাশি চালাই। রিসর্টের রেজিস্টারে থাকা পর্যটকদের নাম ও ঠিকানা পরীক্ষা করে দেখা হয়। এবার আমরা বিভিন্ন রিসর্টের মালিকদের আবারও সতর্ক করব যাতে তাঁরা সরকারি নিয়ম মেনেই অতিথিদের রিসর্টে থাকার অনুমতি দেন। কেউ সরকারি আইন না ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে ।"

Last Updated : Aug 24, 2023, 6:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details