পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri District Police: দুর্ঘটনা রুখতে ট্রাফিক আইন মেনে অ্যাম্বুলেন্স চালানোর দাওয়াই পুলিশের - be aware the time of Ambulance driving

বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে ৷ তা থেকে শিক্ষা নিয়ে এবার অ্যাম্বুলেন্স চালানোর সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হবে তা বৈঠকের মাধ্যমে চালকদের জানাল জলপাইগুড়ি জেলা পুলিশ (Be Aware the Time of Ambulance Driving)৷

Etv Bharat
দুর্ঘটনা এড়াতে অ্যাম্বুলেন্স চালকদের সতর্কবার্তা দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

By

Published : Feb 8, 2023, 8:48 PM IST

Updated : Feb 9, 2023, 9:31 AM IST

দুর্ঘটনা এড়াতে অ্যাম্বুলেন্স চালকদের সতর্কবার্তা দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি: ট্রাফিক আইন অমান্য করে একাংশ চালক অ্যাম্বুলেন্স চালাচ্ছেন । তাঁদের সতর্ক করতে উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ (Jalpaiguri Police Awares to Ambulance Drivers)। সম্প্রতি জলপাইগুড়ি জেলাতে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঘটনা ঘটেছে । যার জেরে প্রাণহানিও হয়েছে । সেই থেকে শিক্ষা নিয়ে এবার চালকদের সতর্ক করতে আসরে নামল জেলা পুলিশ (Jalpaiguri News)। অ্যাম্বুলেন্স চালকরা সিট বেল্ট পড়ছেন না, ট্রাফিক সিগন্যাল মানছেন না, এমনকি রোগী ছাড়াও অনেক বেশি গতিতে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন এবং অ্যাম্বুলেন্স চালাতে চালাতেই মোবাইলে কথা বলছেন । এসব অভিযোগ নিয়েই মূলত অ্যাম্বুলেন্স চালক ও ড্রাইভারদের সতর্ক করলেন জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী ।

জলপাইগুড়ি সদর ট্রাফিক অফিসে জেলা ট্রাফিক পুলিশের ডিএসপি অরিন্দম পাল চৌধুরীর উপস্থিতিতে অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । ডিএসপি ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা । এখনও শীতকাল চলছে, ফলে কুয়াশার একটা সমস্যা থেকেই যাচ্ছে প্রতিদিন । তাই যাতে চালকরা কুয়াশার মধ্যেও সাবধানে অ্যাম্বুলেন্স চালান তার বার্তা দেওয়া হয় এদিন । পাশাপাশি গাড়ি চালানোর সময় যাতে ফোনে কথা না বলেন, সব সময় সিট বেল্ট পরেন তার পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে (Alert Message for Ambulance Drivers from Jalpaiguri District Police)।

জলপাইগুড়ি বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সংগঠনের সম্পাদক দিলীপ দাস বলেন,"ট্রাফিক পুলিশের তরফে সচেতন করা হয়েছে অ্যাম্বুলেন্স চালক ও মালিকদের । অনেকে গাড়ি চালাতে চালাতে মোবাইলে কথা বলেন, সিট বেল্ট বাঁধেন না । দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স চালান । আমাদের যারা অ্যাম্বুলেন্স চালক আছে তাদের সতর্ক করা হয়েছে । যাতে ট্রাফিক আইন মেনে অ্যাম্বুলেন্স চালান সেটাই সবাইকে বলা হয়েছে ।"

অন‍্যদিকে এই বিষয়ে ডিএসপি (ট্রাফিক) অরিন্দম পাল চৌধুরী বলেন, "অ্যাম্বুলেন্স চালকদের সচেতন করা হল । তার কারণ অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলেন । দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স চালান । অনেক সময় রেড সিগন্যালও মানছেন না তাঁরা । ট্রাফিক পুলিশের সঙ্গে তাঁদের সহযোগিতা করে চলতে হবে । এতে যেমন অ্যাম্বুলেন্স ড্রাইভার নিজের, গাড়িতে থাকা রোগীর আত্মীয়-পরিজন ও পথচারীদের কথাও ভাবতে হবে ৷ দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স চালালে দুর্ঘটনা ঘটতে পারে । দু'দিন আগেই ময়নাগুড়ি অ্যাম্বুলেন্স শিলিগুড়ি যাবার পথে ফুলবাড়িতে দুর্ঘটনার কবলে পড়ে ৷ তাতে অ্যাম্বুলেন্স ড্রাইভার-সহ বেশ কয়েকজন মারা যান । ফলে রাতে অ্যাম্বুলেন্স চালানোর সময় কুয়াশার বিষয়টিও খেয়াল রাখতে হবে । সাবধানে গাড়ি চালাতে হবে এই বিষয়ে সচেতন করা হল ।"

আরও পড়ুন :অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত 3

Last Updated : Feb 9, 2023, 9:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details