পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

3 দিনে মোট 88 জনের কোরোনা রিপোর্ট পায়নি জলপাইগুড়ি

28 এপ্রিল 44 জনের রিপোর্ট নেগেটিভ আসে । এরপর 29, 30 এপ্রিল এবং 1 মে সোয়াব টেস্টের রিপোর্ট জলপাইগুড়ি জেলায় আসেনি ।

jalpaiguri
জলপাইগুড়ি জেলা হাসপাতাল

By

Published : May 3, 2020, 2:49 PM IST

জলপাইগুড়ি, 3 মে : রাজ্যে প্রতিদিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । অথচ যথাসময়ে কোরোনা টেস্ট রিপোর্ট আসছে না জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগে । রিপোর্ট যথাসময়ে না পাওয়ায় সমস্যা হচ্ছে চিকিৎসা পরিষেবায় । গত তিনদিনে(29 এপ্রিল-1 মে) মোট 88 জনের কোনও রিপোর্ট হাতে আসেনি বলে অভিযোগ জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ।


28 এপ্রিল 44 জনের রিপোর্ট নেগেটিভ আসে । এরপর 29, 30 এপ্রিল এবং 1 মে সোয়াব টেস্টের রিপোর্ট জলপাইগুড়ি জেলায় আসেনি । জলপাইগুড়ি স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, 29 এপ্রিল 30 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । 30 এপ্রিল 31 জনের নমুনা পাঠানো হয় । 1 মে 27 জনের এবং 2 মে 20 জনের সোয়াব নমুনা পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।

গতকাল নতুন করে দুইজন চিকিৎসক, SARI হাসপাতালের নার্স এবং কোয়ারানটিন সেন্টারে থাকা 3 জন ও সিকিউরিটি গার্ডের সোয়াব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।

জলপাইগুড়ি হাসপাতালের সুপার গয়রাম বাবু জানান, তাঁরা এখনও রিপোর্ট পাননি ।

ABOUT THE AUTHOR

...view details