পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Allegation against TMC : জলপাইগুড়িতে পার্টি অফিস ভাঙচুর, পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপি

জলপাইগুড়ি জেলায় বিজেপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় গতকাল জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বিজেপির জেলা নেতৃত্ব । বিজেপির জেলা কার্যালয় ভাঙচুর করার অভিযোগে জেলা তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগও দায়ের করে বিজেপি ।

Bjp-Tmc Fight Jalpaiguri
জলপাইগুড়িতে পার্টি অফিস ভাঙচুর, পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপি

By

Published : Aug 5, 2021, 11:12 AM IST

জলপাইগুড়ি, 5 অগস্ট : বিধানসভা নির্বাচনের পর থেকেই জেলায় জেলায় বিজেপির কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে ৷ পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ আসছে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার ৷ এবার জলপাইগুড়ি জেলায় বিজেপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় গতকাল জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বিজেপির জেলা নেতৃত্ব । বিজেপির জেলা কার্যালয় ভাঙচুর করার অভিযোগে জেলা তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি । এরপর বিজেপির 18 জন কর্মীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করে তৃণমূল জেলা নেতৃত্ব । গতকাল তৃণমূলের মিছিল থেকে বিজেপি পার্টি অফিসে ঢুকে ভাঙচুরের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয় ।

ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার অভিযোগে গতকাল তৃণমূল সমর্থকরা বিজেপির জেলা কার্যালয়ের সামনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কুশপুত্তলিকা দাহ ও পার্টি অফিসে ঢুকে ভাঙচুর করে বলে অভিযোগ করেন জেলা বিজেপি সভাপতি দিলীপ চৌধুরী । তিনি অভিযোগ করেন, জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল এসে ডিবিসি রোডের বিজেপির জেলা কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে । বিজেপির পার্টি অফিসের ভারত মাতার ছবি, দীনদয়াল উপাধ্যায়ের ছবি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ছিড়ে ফেলা হয় ।

আরও পড়ুন: জন বারলাকে বদনাম করতে আমাকে ব্যবহার করা হয়েছে : অভিযোগকারিণী

জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি দিলীপ চৌধুরী আরও বলেন, "আমরা পুলিশ সুপারকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেছি । কারণ যারা ভাঙচুর করল তারাই উল্টে আমাদের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল । পুলিশ সুপার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন । আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যাব ।"

জলপাইগুড়িতে পার্টি অফিস ভাঙচুর, পুলিশ সুপারের দ্বারস্থ বিজেপি

এদিন ধূপগুড়ির বিধায়ক বিষ্ণুপদ রায়, বিজেপি নেতা জয়ন্ত চক্রবর্তী, অলোক চক্রবর্তী সহ অন্যরা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন । তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার প্রতিবাদে আমরা বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছি । কোনও বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয়নি ।"

ABOUT THE AUTHOR

...view details