পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jalpaiguri Immersion Accident: বিসর্জনে দুর্ঘটনার জের, পুজো কার্নিভাল বন্ধ জলপাইগুড়িতে - জলপাইগুড়ি

মাল নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় আচমকাই ধেয়ে আসা হড়পা বান কেড়ে নিয়েছে 8টি তরতাজা জীবন ৷ তারপরেই পুজো কার্নিভাল বাতিল করে দিল জলপাইগুড়ি জেলাপ্রশাসন (Jalpaiguri District Administration) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 6, 2022, 6:24 PM IST

Updated : Oct 6, 2022, 6:43 PM IST

জলপাইগুড়ি, 6 অক্টোবর: দশমীর রাতে মাল নদীতে ঘটে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা ৷ তারপরেই পুজো কার্নিভাল বাতিল করে দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন (Jalpaiguri District Administration) ৷ জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, "গতকাল (বুধবার) হড়পা বানে 8 জনের মৃত্যুর ঘটনার পর আগামিকালের কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই কার্নিভাল জলপাইগুড়ি পৌরসভা এলাকায় হওয়ার কথা ছিল ।"

নদীবক্ষে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠান আয়োজন করেছিল মালবাজার প্রশাসন । নদীর মধ্যে নেমে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে হঠাৎ মালনদীর জল বেড়ে যায় ৷ তখন নিজেদের প্রাণ বাঁচাতে নদী থেকে উঠে আসার চেষ্টা করেন তাঁরা ৷ কিন্তু খরস্রোতা নদীর গতিতে অনেকেই বেসামাল হয়ে নদীতে আছাড় খেয়ে পড়ে গিয়ে জলের তোড়ে ভেসে যান । নদীতে জলের স্রোত এতটাই ছিল যে, কেউ দাঁড়িয়ে থাকতে পারেননি । সে সময় প্রশাসনের পক্ষ থেকে হুড়োহুড়ি না করার আবেদন জানালেও কিছু হয়নি ৷

আচমকাই ধেয়ে আসা ওই হড়পা বান কেড়ে নিয়েছে 8টি তরতাজা জীবন (Jalpaiguri Immersion Accident) ৷ এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন 13 জন ৷ প্রশাসনের দাবি, এমন ঘটনা আগে কখনও ঘটেনি ৷ তারপরেই কার্নিভাল বন্ধ রাখার অনুরোধ জানিয়ে জেলাশাসককে চিঠি পাঠান জলপাইগুড়ি শহরের বিদ্বজ্জনেরা ৷

চিঠির প্রেরকদের বক্তব্য, ক্ষণিকের এই বিপর্যয়ে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, সেই মানুষগুলির পাশে থেকে তাঁদের দুঃখ, যন্ত্রণা ভাগ করে নেওয়ার সময় ৷ তাই এমন একটা বেদনাদায়ক বিজয়া দশমীর পর জলপাইগুড়িতে (Jalpaiguri) এ বছরের মতো দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Durga Puja Immersion Carnival) বন্ধ রাখা হোক ৷ বিজয়া দশমী দেবী দুর্গাকে বিদায় জানানোর রীতি হলেও একইসঙ্গে দেবীর পুনরায় মর্ত্যে আগমনের অপেক্ষার সূচনাও বটে ৷ তাই এই রীতিতে বিচ্ছেদের বেদনা থাকলেও নতুন করে কিছু শুরু করার আনন্দও থাকে ৷ কারণ, মা আপাতত ফিরে গেলেও আবার ফিরে আসবেন ৷ কিন্তু, বুধবারের দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁরা আর কোনও দিনই ফিরে আসবেন না ৷ উৎসবের রেশ কাটতে না কাটতে যে পরিবারগুলি সদস্য হারাল, তাদের যন্ত্রণার কারণ কোনও দিন নির্মূল হবে না ৷

আরও পড়ুন: জলপাইগুড়ির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, দুর্ঘটনার দায় কার ? উঠছে প্রশ্ন

প্রত্যেকেরই বক্তব্য ছিল, জেলায় এক দিকে কান্নার আওয়াজ, অন্য দিকে উৎসব, এটা ভাল দেখায় না । একই সুর শোনা গিয়েছিল জলপাইগুড়ির শহর ব্লক কংগ্রেসের সভাপতি তথা জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সীর গলাতেও ৷ তারপরেই একটি বৈঠক ডাকা হয় জলপাইগুড়ি দেলা প্রশাসনের তরফ থেকে ৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বিষাদে কোনও অনুষ্ঠান নয় ৷

প্রসঙ্গত, ইউনেসকোর থেকে হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বঙ্গের শ্রেষ্ঠ উৎসব ৷ তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, শুধু কলকাতাই নয় ৷ এবছর কার্নিভাল হবে জেলাজুড়ে ৷ তারই প্রস্তুতি চলছিল বিভিন্ন জেলায় ৷

Last Updated : Oct 6, 2022, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details