পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রতারকের অ্য়াকাউন্ট বন্ধ করে টাকা উদ্ধার - 85 হাজার টাকা

ময়নাগুড়ি থানার আইসি-র পরিচয় ভাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি ৷ অনলাইনে 85 হাজার টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা ৷ তদন্তে নেমে সেই টাকাই উদ্ধার করে আনল জলপাইগুড়ি সাইবার থানার পুলিশ ৷

wb_jal_01_cyber_ps_7203427
প্রতারকের অ্য়াকাউন্ট বন্ধ করে টাকা উদ্ধার

By

Published : Mar 14, 2021, 1:08 PM IST

জলপাইগুড়ি, 14 মার্চ : ময়নাগুড়ি থানার আইসি-র পরিচয় ভাঁড়িয়ে রাজ্য পুলিশের চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ৷ অনলাইনে হাতিয়ে নেওয়া হয় 85 হাজার টাকা ৷ প্রতারিত যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সেই টাকা উদ্ধার করল জলপাইগুড়ি সাইবার থানার পুলিশ ৷

সম্প্রতি ময়নাগুড়ির দেবীনগরপাড়ার বাসিন্দা প্রীতম দাসের কাছে অচেনা একটি নম্বর থেকে ফোন আসে ৷ ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ময়নাগুড়ি থানার আইসি বলে পরিচয় দেয় ৷ ওই ব্য়ক্তি প্রীতমকে রাজ্য পুলিশে চাকরি পাইয়ে দেওয়া প্রতিশ্রুতি দেয় ৷ বদলে 1 লাখ 35 হাজার টাকা ঘুষ চাওয়া হয় ৷ প্রীতম তাঁর আত্মীয় সুগতম সাহাকে গোটা ঘটনা জানান ৷ চাকরি পাওয়ার আশায় টাকা দিতে রাজি হয়ে যান সুগতম ৷ এরপরই অনলাইনে প্রথমে 50 হাজার ও পরে আরও 35 হাজার টাকা নির্দিষ্ট অ্য়াকাউন্টে জমা দেন তিনি ৷ এরপর সুগতমকে আবারও টাকা চায় আইসি-র পরিচয়ে ফোন করা ব্যক্তি ৷ এতেই সন্দেহ হয় প্রীতম আর সুগতমের ৷

আরও পড়ুন :ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রতারণার চেষ্টা , ধৃত 3 ব্যাঙ্ককর্মী সহ 4 জন

এরপর সরাসরি ময়নাগুড়ি থানায় গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন দুই যুবক ৷ তাঁরা বুঝতে পারেন চাকরি পাওয়ার আশায় আসলে প্রতারিত হতে হয়েছে তাঁদের ৷ এরপরই জলপাইগুড়ি সাইবার থানার দ্বারস্থ হন সুগতম সাহা।

সাইবার থানার পুলিশ তদন্তে নেমেই যে অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়েছিল, সেটি বন্ধ করে দেয় ৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কের মাধ্যমে উদ্ধার করা হয় বেহাত হয়ে যাওয়া 85 হাজার টাকাও ৷ আপাতত, সেই অ্যাকাউন্ট নম্বরের সূত্র ধরেই প্রতারণা চক্রের সদস্যদের নাগাল পেতে চাইছে পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গে ময়নাগুড়ি থানার আইসি ভূষণ ছেত্রী জানান, ‘‘আমার নাম করে প্রতারণার কথা এই প্রথম শুনলাম। সাইবার থানায় মামলা রুজু হয়েছে ৷ তদন্ত চলছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details