পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়ি COVID হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যদপ্তরের টাস্ক ফোর্সের সদস্যরা - কোভিড হাসপাতাল পরিদর্শনে এলেন স্বাস্থ্য দপ্তরের টাস্ক ফোর্সের সদস্যরা।

আজ শিলিগুড়ি থেকে বিশেষজ্ঞরা এসে হাসপাতালের পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখেন । ডঃ দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় ও ডঃ গোপাল কৃষ্ণ ঢালি আজ ডঃ সুশান্ত রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ রমেন্দ্রনাথ প্রামাণিক ও সদর হাসপাতালের সুপার ডঃ গয়ারাম নস্করকে সঙ্গে নিয়ে পরিদর্শন করান ।

jalpaiguri COVID hospital surveyed by district medical task force
জলপাইগুড়ি COVID হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যদপ্তরের টাস্ক ফোর্সের সদস্যরা

By

Published : Apr 11, 2020, 5:18 PM IST

জলপাইগুড়ি, 11 এপ্রিল : স্বাস্থ্যকর্মীদের কোরোনা রোগীদের সোয়াব সংগ্রহের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার । আজ এই সূত্রেই বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে তৈরী জলপাইগুড়ির কোরোনা হাসপাতাল পরিদর্শন করলে স্বাস্থ্যদপ্তরের টাস্ক ফোর্সের সদস্যরা । আজ শিলিগুড়ি থেকে বিশেষজ্ঞরা এসে হাসপাতালের পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখেন । ডঃ দীপঙ্কর বন্দ্যোপাধ্যায় ও ডঃ গোপাল কৃষ্ণ ঢালি আজ ডঃ সুশান্ত রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ রমেন্দ্রনাথ প্রামাণিক ও সদর হাসপাতালের সুপার ডঃ গয়ারাম নস্করকে সাথে নিয়ে পরিদর্শন করান ।

ডঃ গোপাল কৃষ্ণ ঢালি বলেন, আমরা প্রতিটি জেলায় স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেব ৷ কীভাবে কোরোনা আক্রান্ত রোগীদের সোয়াব সংগ্রহ করে পাঠাতে হয় । তবে আমাদের কিটের সমস্যা রয়েছে । কেন্দ্র পর্যাপ্ত কিট দিচ্ছে না ৷ বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের দুটি ব্লকে আমরা সারি হাসপাতাল ও আর একটি ব্লকে আমরা COVID হাসপাতাল করেছি । এখানে ম্যান পাওয়ারসহ আনুসঙ্গিক যন্ত্র বা চিকিৎসা পরিকাঠামো অন্যান্য জেলার থেকে ভালো । ইতিমধ্যেই ব্লক A তে AC, ফ্যান লাগানো হয়ে গেছে । রোগীদের ঢোকানোর জন্য র‍্যাম্প বসানো হয়েছে । তবে মানুষ গুজব ছড়াচ্ছে । আমাদের কুসংস্কার ছেড়ে দিয়ে বিজ্ঞানকে গ্রহণ করতে হবে । কোরোনা রোগী মানেই মৃত্যু হবে এটা ভাবার কিছু নেই । "

জলপাইগুড়ি COVID হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যদপ্তরের টাস্ক ফোর্সের সদস্যরা

বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে পূর্ত দপ্তর COVID হাসপাতালে রূপান্তরিত করার কাজ করেছে । কোরোনা ভাইরাসের সংক্রমণের চিকিৎসার জন্য নিরাপদ স্থানে অবস্থিত বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনকে COVID হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে ।

জলপাইগুড়ি জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের দুটি ব্লককে 300 বেডের কোরোনা হাসপাতাল করা হচ্ছে । তবে প্রথমার্ধে 100 বেডের হাসপাতালে রুপান্তরিত করা হয়েছে । আজও বেড বসানো হয়েছে । এমনকি ভেন্টিলেটর লাগানোর কাজও চলছে । COVID হাসপাতালে 8 টি ভেন্টিলেটর লাগানো হবে ৷

ABOUT THE AUTHOR

...view details