জলপাইগুড়ি, 19 অগাস্ট : ফের জামিনের আবেদন খারিজ হল বিমল গুরুং এবং রোশন গিরির । জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারক জয়মাল্য বাগচী এবং মনজিৎ মণ্ডলের ডিভিশন বেঞ্চ আজ তাঁদের জামিনের আবেদন নাকচ করে । আগামী বৃহস্পতিবার ফের মামলার শুনানি হবে ।
5 এপ্রিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং দু'টি মামলায় আগাম জামিনের আবেদন করেন । মোর্চা সুপ্রিমো যাতে কোনওভাবেই জামিন না পান, সেজন্য দার্জিলিঙের সমস্ত তদন্তকারী অফিসারদের নিয়ে 25 এপ্রিল বৈঠকে করেন সরকারি আইনজীবীরা । তারপর তাঁর জামিনের আবেদন খারিজ হয় । পরে ফের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দায়ের হওয়া 91টি মামলার আগাম জামিনের আবেদন জানান গুরুং । সেটিও খারিজ হয়ে যায় । আজ তাঁরা 120টি মামলায় আগাম জামিনের আবেদন করেন । কিন্তু, আবেদন খারিজ করে দেন বিচারপতি দ্বয় ।