জলপাইগুড়ি, 7 জুলাই: বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলে সাসপেন্ড হলেন পদ্ম শিবিরের চার নেতা । এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জলপাইগুড়ি জেলা বিজেপি'র অন্দরে ৷ যে চার বিজেপি নেতাকে সাপপেন্ড করা হয়েছে তাঁরা হলেন, অলোক চক্রবর্তী, অনুপ পাল, গৌতম সরকার ও তপন মহন্ত (four Jalpaiguri BJP Leaders suspended) । যদিও সাসপেন্ড করার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
অলোক চক্রবর্তী বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির প্রাক্তন সহ সভাপতি ছিলেন, গৌতম সরকার ধূপগুড়ির প্রাক্তন পশ্চিম মন্ডল সভাপতি ,তপন মহন্ত বর্তমানে ধূপগুড়ি টাউন মন্ডলের সহ-সভাপতি ছিলেন । অন্যদিকে, অনুপ পাল আগের জেলা কমিটির সম্পাদক ছিলেন । জানা গিয়েছে, বিজেপির জেলা কমিটির প্যাডে জেলার সাধারণ সম্পাদক দধীরাম রায় ও চন্দন বর্মনের সই করা চিঠিতে সাসপেন্ড করার এই বার্তা দেওয়া হয়েছে । তবে চিঠিতে কোনও রেফারেন্স নম্বর নেই । স্বাক্ষরগুলিও ডিজিটাল প্রিন্টেড ।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জেলা বিজেপি সভাপতি বাপী গোস্বামীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই নেতারা । জেলা সভাপতির বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ এনেছিলেন তাঁরা ৷ এমনকি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছেও অভিযোগ করেছিলেন তাঁরা । সম্প্রতি সোস্যাল মিডিয়াতে জেলা সভাপতির বিরুদ্ধে নানা কথাও পোস্ট করেন তাঁরা । দলের শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী কাজের জন্যই এই চার নেতাকে সাসপেন্ড করা হয়েছে বলে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে ৷