জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি:আগামী রবিবার পৌরনির্বাচন শিলিগুড়িতে (Bengal Civic polls 2022) । সেইসঙ্গে ভাগ্য নির্ধারণ সংশ্লিষ্ট ওয়ার্ডে দাঁড়ানো প্রার্থীদের । তার আগে রবিবার জলপাইগুড়ি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৈকত চট্টোপাধ্যায়, 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী নিলাম শর্মা, 5 নম্বর ওয়ার্ডের প্রার্থী সন্দীপ মাহাতো ও বিদায়ী চেয়ারপার্সন পাপিয়া পালের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেব । পাশাপাশি 8 নম্বর, 14 নম্বর ও 7 নম্বর ওয়ার্ডেও প্রার্থীর সমর্থনে প্রচার করেন তিনি।
আরও পড়ুন:WB Bye Election 2022 : আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী দুই আইনজীবী
এদিন জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে জলপাইগুড়ির উন্নয়নের প্রতিশ্রুতি দেন শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেব (Jalpaiguri And Siliguri Is Twin City)। এই প্রচারসভা থেকে শিলিগুড়িবাসীর উদ্দেশে জানান, জলাপাইগুড়ি এবং শিলিগুড়ি টুইন সিটি । দু'টি মিলে একটাই শহর । তিনি আরও বলেন, " জলপাইগুড়ি আমার হৃদয়ে আছে ।" এদিনের প্রচারে তৃণমূল ও নিজের কাজের খতিয়ান তুলে ধরতে ভোলেননি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব । তিনি জানান, তিনি এএসজেডির চেয়ারম্যান থাকাকালীন জলপাইগুড়ির উন্নয়ন হয়েছে । জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উন্নয়ন হয়েছে ।
এই প্রচারসভা থেকে বিজেপিকে কটাক্ষ করে মেয়র গৌতম দেব বলেন, "বিজেপির বিধায়ক সাংসদরা আলাদা রাজ্যের দাবি করছেন । আগামিতে তারা প্রাক্তন হয়ে যাবেন । তারা বিভেদের রাজনীতি ছাড়া কিছুই করতে পারেন না । " শুধু বিজেপি নয় বামেদের ও কটাক্ষ করতে ছাড়েননি গৌতম দেব (Goutam Deb In Jalpaiguri's Election Campaign)। উল্লেখ করেন, শিলিগুড়ির বাম নেতাদের নিয়ন্ত্রণে ছিল জলপাইগুড়ি উন্নয়ন । তাসত্ত্বেও বাম আমলে জলপাইগুড়ি উপেক্ষিত ছিল ।
প্রসঙ্গত , আগামী 27 ফেব্রুয়ারি জলপাইগুড়ির 25টি ওয়ার্ডে নির্বাচন । তৃণমূলের কাজের খতিয়ান তুলে ধরে তাঁর আশা জলপাইগুড়ির সব কটি ওয়ার্ডে তৃণমূল জিতবে । আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূল বোর্ড গঠন করবে ।