জলপাইগুড়ি, 9 অগস্ট: স্বাধীনতার 75 বছর হতে চলল, কী পেলাম । কোনওদিনই স্বাধীন আমরা হইনি । ব্রিটিশরা নেই এটা ভুল । ব্রিটিশ হচ্ছে আমাদের নেতারা (Gram Panchayat Pradhan Spoke About the Tea Garden)। এদের জন্যই কিছু করা যাচ্ছে না । মঞ্চে বড় বড় ভাষণ দেবেন আমাদের নেতারা । তারপর তাঁরা ভুলে যান আমাদের চা শ্রমিকদের কথা । আদিবাসী দিবসে এই ভাবেই দলের নেতাদের ব্রিটিশদের সঙ্গে তুলনা করলেন শাসক দলের নেতা তথা পাতকাটা গ্রামপঞ্চায়েতের প্রধান প্রধান হেমব্রম । আদবাসী দিবসের মঞ্চ থেকে আদিবাসীদের একত্রিত করে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি ।
শাসক দলের নেতা প্রধান হেমব্রমের অভিযোগ, রায়পুর চা-বাগান দীর্ঘদিন থেকেই বন্ধ হয়ে আছে । বাগান খোলার বিষয়ে শাসক দল বা রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ করা হচ্ছে না বলে অভিযোগ । প্রধান হেমব্রম বলেন, "আমরা আদিবাসী । আমরা চা বাগানে থাকি । আমাদের দুর্দশাগুলো কে বুঝবে । আমাদের নিজেদেরই করতে হবে । আমাদের লড়াই করতে হবে । স্বাধীনতার জন্য অনেক মানুষ বলিদান দিয়েছিল । সমাজকে ভালো রাখতে পারব তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে । আমাদের নেতারা আমাদের খোঁজ নেন না । ভোটের সময় আসেন, তারপর আর দেখা পাওয়া যায় না । নেতারা কোনও আন্দোলন করতে দেন না । আমি শাসক দলের সঙ্গে আছি তাও কিছু করতে পারছি না । ভোট এলে বড় বড় ভাষণ দেন মঞ্চে । তারপর আমাদের ভুলে যান । আমাদের জন্য কোনও আন্দোলন করেন না ৷"