জলপাইগুড়ি, 4 মে : হোম কোয়ারানটিন থাকার পরেও জলপাইগুড়ির সাংসদকে জলপাইগুড়ির বাড়ি থেকে তাঁর শিলিগুড়ির বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আবেদন করেও অনুমতি পাচ্ছেন না সাংসদ।সাংসদের অভিযোগ, সরকারি নিয়ম মেনেই জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাবার জন্য আবেদন করেছেন। কিন্তু আবেদন গ্রাহ্যই করেনি জলপাইগুড়ি জেলা প্রশাসন।
জলপাইগুড়ির জেলাশাসকের কাছে রেশন ব্যবস্থার অভিযোগ করতে যাবার পথে গ্রেপ্তার করা হয় BJP- র জেলা সভাপতি বাপি গোস্বামীকে। এরপরেই জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় থানায় আসেন বাপি গোস্বামীর সঙ্গে দেখা করার জন্য।সেখানে তিনি বলেন," BJP-র নেতা কর্মীদের পুলিশ গ্রেপ্তার করছে, বাধা দিচ্ছে।পুলিশ দলদাসে পরিণত হয়েছে।পুলিশের কিছুই করার নেই। যেমন নির্দেশ পাচ্ছে সেই ভাবেই কাজ করতে হচ্ছে।"