পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হোম কোয়ারানটিনের পরেও সাংসদকে শিলিগুড়ির বাড়ি যেতে বাধা, অভিযোগ - সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়

জলপাইগুড়ির জেলাশাসকের কাছে রেশন ব্যবস্থার অভিযোগ করতে যাবার পথে গ্রেপ্তার করা হয় BJP-র জেলা সভাপতি বাপি গোস্বামীকে। এরপরেই জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় থানায় আসেন বাপি গোস্বামীর সঙ্গে দেখা করার জন্য।তিনি বলেন," BJP-র নেতা কর্মীদের পুলিশ গ্রেপ্তার করছে, বাধা দিচ্ছে।পুলিশ দলদাসে পরিণত হয়েছে।পুলিশের কিছুই করার নেই। যেমন নির্দেশ পাচ্ছে সেই ভাবেই কাজ করতে হচ্ছে।" সাংসদ বলেন," আমাকে ত্রাণ দিতে দেওয়া হল না।আমাকে বাড়িতে আটকে রাখা হল।এবার বাড়ি যাব তারও অনুমতি নেই"।

bjp mp
সাংসদ

By

Published : May 4, 2020, 11:06 PM IST

জলপাইগুড়ি, 4 মে : হোম কোয়ারানটিন থাকার পরেও জলপাইগুড়ির সাংসদকে জলপাইগুড়ির বাড়ি থেকে তাঁর শিলিগুড়ির বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আবেদন করেও অনুমতি পাচ্ছেন না সাংসদ।সাংসদের অভিযোগ, সরকারি নিয়ম মেনেই জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি যাবার জন্য আবেদন করেছেন। কিন্তু আবেদন গ্রাহ্যই করেনি জলপাইগুড়ি জেলা প্রশাসন।

জলপাইগুড়ির জেলাশাসকের কাছে রেশন ব্যবস্থার অভিযোগ করতে যাবার পথে গ্রেপ্তার করা হয় BJP- র জেলা সভাপতি বাপি গোস্বামীকে। এরপরেই জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় থানায় আসেন বাপি গোস্বামীর সঙ্গে দেখা করার জন্য।সেখানে তিনি বলেন," BJP-র নেতা কর্মীদের পুলিশ গ্রেপ্তার করছে, বাধা দিচ্ছে।পুলিশ দলদাসে পরিণত হয়েছে।পুলিশের কিছুই করার নেই। যেমন নির্দেশ পাচ্ছে সেই ভাবেই কাজ করতে হচ্ছে।"

সাংসদ বলেন," আমাকে ত্রাণ দিতে দেওয়া হল না। বাড়িতে আটকে রাখা হল।এবার শিলিগুড়ির বাড়িতে যাব, তারও অনুমতি নেই"।

সাংসদ জয়ন্ত কুমার রায় জানান," আমাকে হোম কোয়ারানটিনে রাখা হয়েছিল।14 দিনের হোম কোয়ারানটিন শেষ হয়েছে।আমি জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে যেতে চাই । কিন্তু আমাকে যেতে দিচ্ছে না জলপাইগুড়ি জেলা প্রশাসন। আমি নিজেও অসুস্থ । এখানে একা আছি।গতকাল থেকে আমার আবেদন দেখাই হয়নি "।

তিনি বলেন, একাই যাবেন এবং সরকারি সব নিয়ম মেনে শিলিগুড়িতে ফিরবেন, তবুও তাঁকে যেতে অনুমতি দেওয়া হচ্ছে না।

ABOUT THE AUTHOR

...view details