শিলিগুড়ি, 5 এপ্রিল : কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে প্রস্তুত ভারতীয় রেলও ৷ আগেই রেলের তরফে জানানো হয়েছিল, ট্রেনের কামরাগুলিকে আইসোলেশন ওয়ার্ডে পরিণত করা হবে । সেই মতোই শুরু হয় কাজও ৷ এবার নিউ জলপাইগুড়ি স্টেশনে তৈরি করা হল 10টি কোচের আইসোলেশন ওয়ার্ড ৷ প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়েও যাওয়া যাবে কোচগুলি ৷ তৈরি করা হচ্ছে আরও অতিরিক্ত 10টি কোচ ৷ সব মিলিয়ে মোট 200 জন রোগীর চিকিৎসা করা যাবে এখানে ৷
নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে দেখা গেল, কারশেডে দাঁড়িয়ে আছে একাধিক রেলের কামরা ৷ সেই কামরাগুলির মধ্যে কাজ করছেন রেলের জরুরি বিভাগের কর্মীরা ৷ ছুটি বাতিল করে সকাল থেকেই চলছে ওয়ার্ড তৈরির প্রস্তুতি ৷ রেল সূত্রে জানা গিয়েছে, আইসোলেশন কোচ তৈরি করতে গিয়ে কামরাগুলিতে পরিবর্তন করা হচ্ছে ৷ মাঝের বার্থের বেডগুলি খুলে ফেলা হয়েছে ৷ লোয়ার বার্থে রোগীর থাকার বন্দোবস্ত করা হচ্ছে ৷