ধূপগুড়ি, 27 অগস্ট: গার্লস কলেজের ক্লাসরুমে ঢুকে শুটিং করার অভিযোগ উঠল আইপ্যাকের বিরুদ্ধে ৷ 5 সেপ্টেম্বর ধূপগুড়িতে উপনির্বাচন ৷ জানা গিয়েছে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের পক্ষে এই শুটিং হচ্ছিল ৷ তিনিও ওই কলেজেই পড়ান। অভিযোগ, মহিলা কলেজে বহিরাগতরা ঢুকে শুটিং করছে ৷ এই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি ৷ সিপিএমের প্রশ্ন, কলেজে শুটিং করল কারা? স্থানীয় তৃণমূল নেতা রাজেশ সিং এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ৷ আর ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যক্ষের দাবি, কলেজের ভিতরে কাউকে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি ৷
সূত্রে জানা গিয়েছে, শনিবার ধূপগুড়ির গার্লস কলেজে শুটিং করে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক ৷ এই সংস্থাই রাজ্যের শাসকদলের হয়ে রাজনৈতিক থেকে শুরু করে নির্বাচনী রণকৌশল ঠিক করে ৷ তাদের শুটিংয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে ক্যামেরার পিছন থেকে পড়ুয়াদের কী কী বলতে হবে তা শিখিয়ে দেওয়া হচ্ছে ৷ ঠিক সেভাবেই পড়ুয়াদের বুলি আওড়াতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ ৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
আরও পড়ুন: 'ভাইপো হাজার হাজার কোটি টাকা চুরি করে বাংলাটারে করে দেবে ফাঁকা', কবিগানে তোপ অসীমের
এই মহিলা কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ৷ এদিকে ইতিহাস বিভাগের ক্লাসরুমে ভিতরে দরজা বন্ধ করে শুটিং করা হয়েছে বলে অভিযোগ ৷ তৃণমূলে নেতা রাজেশ সিং বলেন, "শুটিংয়ে দলের কোনও পতাকা ছিল না ৷ কী হয়েছে, কারা শুটিং করেছে, তার দায়ভার কলেজ কর্তৃপক্ষের নেওয়া উচিত ৷ কিছু না-জেনে তৃণমূল তার দায়িত্ব নিতে যাবে কেন ?" এদিকে মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় দেবনাথ বলেন, "আমার জানা নেই কারা শুটিং করেছে ৷"