জলপাইগুড়ি, 30 অগাস্ট : চা নিলাম কেন্দ্রকে ফের চালু করতে এক মঞ্চে শাসকদল ও বিরোধীপক্ষ ৷ তৃণমূল জেলা সভাপতি তথা টি ডিরেক্টরেটের ভাইস চেয়ারম্যান কিষাণ কল্যাণী এবং BJP সাংসদ জয়ন্ত রায় একে অপরের হাতে হাত রেখে জলপাইগুড়ির স্বার্থে একসঙ্গে কাজ করার বার্তা দেন ৷
2005 সালে চালু হয়েছিল জলপাইগুড়ির নর্থ বেঙ্গল টি অকশন সেন্টার ৷ পরবর্তীকালে নানা সমস্যার কারণে চা নিলাম সেন্টারটি বন্ধ হয়ে যায় ৷ সেটি ফের চালু করার জন্য উদ্যোগী হল জেলা প্রশাসন ৷ গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ির ITPA-তে একটি বৈঠক হয় ৷ উপস্থিত ছিলেন জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের চেয়ারম্যান তথা জেলাশাসক অভিষেক তিওয়ারি, জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায়, চা নিলাম কেন্দ্রের সম্পাদক পুরজিৎ কর গুপ্ত, ভাইস চেয়ারম্যান টি ডিরেক্টরেট কিষান কল্যানী প্রমুখ ।