জলপাইগুড়ি, 29 অগস্ট : স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার পূর্বাঞ্চলের জলপাইগুড়ি সেন্টারের পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের । ক্রীড়াক্ষেত্রে উত্তরবঙ্গের উন্নতি করতেই এই উদ্যোগ ৷ সেই সঙ্গে উত্তরবঙ্গকে স্পোর্টস হাব করার কথা জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিক ৷
জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) পূর্বাঞ্চলের সেন্টার । উত্তরবঙ্গের মধ্যে কেবলমাত্র একটিই সেন্টার রয়েছে জলপাইগুড়িতে । সাইয়ের পূর্বাঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, ঝাড়খণ্ডের হাজারিবাগ ও ওড়িশার সুন্দরগড় সেন্টারের পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে ৷ জলপাইগুড়ি থেকে ইতিমধ্যে অ্যাথলেটিকসে স্বপ্না বর্মন, হরিশঙ্কর রায়, জোৎস্না রায় দেশের নাম উজ্জ্বল করেছেন । প্রচুর প্রতিভাবান খেলোয়াড় এই অঞ্চলে রয়েছেন । তাঁদের প্রতিভার বিকাশ ঘটাতে প্রতিনিয়ত কাজ করে চলেছে জলপাইগুড়িতে অবস্থিত সাইয়ের সেন্টার ৷
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারে 2019-20 সালে তীরন্দাজি, অ্যাথলেটিকস ও ফুটবল ছিল । 2020-21 সালে জিমনাস্টিক ও ফেনসিং যুক্ত করা হয়েছে এই ট্রেনিং সেন্টারে ৷ জলপাইগুড়িতে সাই সেন্টারে 120 জন আবাসিক খেলোয়াড়ের থাকার ব্যবস্থা আছে । 60 জন রয়েছেন নন রেসিডেন্সিয়াল । মোট 180 জন এই সেন্টারে রয়েছেন । এছাড়া সেন্টারের আশেপাশে 79 জন ছেলেমেয়ে আছে, যাঁরা ফুটবল, তীরন্দাজি ও অ্যাথলেটিকসে এখানে অনুশীলন করে । এছাড়া ব্যাডমিন্টন, টেবিল টেনিস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সেখানে ৷
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ বলেন, ‘‘কেন্দ্র সরকারের পক্ষ থেকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়নের তিন সেন্টারে বিশেষ নজর দেওয়া হয়েছে । তার মধ্যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, ঝাড়খণ্ডের হাজারিবাগ ও ওড়িশার সুন্দরগড় সেন্টারের পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর দিয়েছে সরকার ৷ আমাদের এখানে পরিকাঠামো উন্নয়নের জন্য, কলকাতা থেকে সরঞ্জাম আসছে । জিমন্যাস্টিকের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে ৷ আমাদের এখানে দু’জন কোচ রয়েছেন ৷ সম্পা সাইনি এবং কলকাতা থেকে বদলি হয়ে এসেছেন রঞ্জিৎকুমার দাস ৷ তীরন্দাজিতে একজন কোচ এসেছেন । মোট আটজন কোচ এখানে আছেন ৷’’
ক্রীড়ায় উত্তরবঙ্গের সাফল্যের লক্ষ্যে জলপাইগুড়ির সাই সেন্টারের পরিকাঠামোগত উন্নয়ন আরও পড়ুন :Tokyo Paralympics 2020 : ফাইনালে হার, তবু প্যারালিম্পিকসে ইতিহাস গড়ে দেশের জন্য রুপো আনলেন ভাবিনা
কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ‘‘আমি দেশের ক্রীড়ামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ঠিকই ৷ কিন্তু, আমি উত্তরবঙ্গের ভূমিপুত্র ৷ ফলে উত্তরবঙ্গের জন্য আমার বেশি আবেগ রয়েছে ৷ খেলাধুলার জগতে উত্তরবঙ্গ যাতে এগিয়ে যেতে পারে, তার ব্যবস্থা করা হবে । আগামী দিনে উত্তরবঙ্গে একগুচ্ছ প্রকল্প বাস্তবায়িত হবে ৷ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ তীরন্দাজি, টেবিল টেনিস থেকে সব খেলাকে নিয়ে উত্তরবঙ্গে স্পোর্টস হাব তৈরি করা হবে ৷ উত্তরবঙ্গের সমস্ত ভাষাভাষী, আদিবাসী, রাজবংশী থেকে শুরু করে সব সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে খেলাধুলায় নাম করতে পারে, তার জন্য যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করব ৷’’