জলপাইগুড়ি, 13 এপ্রিল :যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী কীভাবে নিজেদের জীবন বাজি রেখে বীরের মতো দেশকে রক্ষা করে তা আমরা সিনেমার পর্দায় দেখি ৷ কিন্তু সেনাবাহিনীর মহড়া ও অস্ত্র প্রদর্শনীতে মঙ্গলবার বাগরাকোট সংলগ্ন তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ (Teesta Field Firing Range) এক নিমেষে যেন হয়ে উঠল যুদ্ধক্ষেত্র ৷ কখনও মর্টার সেল ফাটানো তো কখনও আবার হেলিকপ্টার থেকে ফায়ারিং । এদিন যুদ্ধের বাতাবরণ প্রত্যক্ষ করা গেল সেনাবাহিনীর শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে । শক্রপক্ষের মোকাবিলায় কতটা দক্ষ ভারতীয় সেনাবাহিনী তারই মহড়া ও অস্ত্র প্রদর্শনী হল বাগরাকোট সংলগ্ন তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (Indian Army Integrated Fire Exercise and Weapons Exhibition at Teesta Field Firing Range)।
সেনাবাহিনীর 33 ত্রিশক্তি কোরের অন্তর্গত তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) অনুষ্ঠিত এই মহড়ার উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সক্ষমতাকে সংগঠিত করা এবং সমন্বয় সাধন ৷ এই মহড়ায় ত্রিশক্তি কোরের ইউনিটগুলি শক্রপক্ষকে কঠোর এবং দ্রুত আঘাত করার ক্ষমতা প্রদর্শন করে । বন্দুক, মর্টার, পদাতিক যুদ্ধযান, বোফর্স, পিনাখা, রুদ্র হেলিকপ্টার-সহ সমস্ত অস্ত্র ও অস্ত্র ব্যবস্থা করা এবং গুলি চালানো থেকে শুরু করে সেন্সর শুট করা ও গোয়েন্দা নজরদারি প্রদর্শিত করা হয় । হেলিকপ্টার থেকে শত্রুদের আক্রমণ করার দৃশ্য লক্ষ্য করা গেল ।