পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Indian Army Fire Exercise : ভারতীয় সেনার মহড়া ও অস্ত্র প্রদর্শনী, তিস্তা ফায়ারিং রেঞ্জ যেন যুদ্ধক্ষেত্র - জলপাইগুড়িতে সেনাবাহিনীর মহড়া ও অস্ত্র প্রদর্শনী

দফায় দফায় গুলিবর্ষণ ৷ আর তা শুনে হাততালি পড়ছে অনবরত ৷ তিস্তা ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনাবাহিনীর মহড়ায় (Indian Army Fire Exercise) এমনই দৃশ্য দেখা গেল ৷ কেমন ছিল সেই মহড়া ?

Teesta Field Firing Range
ভারতীয় সেনার মহড়া

By

Published : Apr 13, 2022, 8:49 AM IST

Updated : Apr 13, 2022, 1:51 PM IST

জলপাইগুড়ি, 13 এপ্রিল :যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনী কীভাবে নিজেদের জীবন বাজি রেখে বীরের মতো দেশকে রক্ষা করে তা আমরা সিনেমার পর্দায় দেখি ৷ কিন্তু সেনাবাহিনীর মহড়া ও অস্ত্র প্রদর্শনীতে মঙ্গলবার বাগরাকোট সংলগ্ন তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ (Teesta Field Firing Range) এক নিমেষে যেন হয়ে উঠল যুদ্ধক্ষেত্র ৷ কখনও মর্টার সেল ফাটানো তো কখনও আবার হেলিকপ্টার থেকে ফায়ারিং । এদিন যুদ্ধের বাতাবরণ প্রত্যক্ষ করা গেল সেনাবাহিনীর শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে । শক্রপক্ষের মোকাবিলায় কতটা দক্ষ ভারতীয় সেনাবাহিনী তারই মহড়া ও অস্ত্র প্রদর্শনী হল বাগরাকোট সংলগ্ন তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (Indian Army Integrated Fire Exercise and Weapons Exhibition at Teesta Field Firing Range)।

সেনাবাহিনীর মহড়ায় গুলি বর্ষণ

সেনাবাহিনীর 33 ত্রিশক্তি কোরের অন্তর্গত তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) অনুষ্ঠিত এই মহড়ার উদ্দেশ্য ছিল ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সক্ষমতাকে সংগঠিত করা এবং সমন্বয় সাধন ৷ এই মহড়ায় ত্রিশক্তি কোরের ইউনিটগুলি শক্রপক্ষকে কঠোর এবং দ্রুত আঘাত করার ক্ষমতা প্রদর্শন করে । বন্দুক, মর্টার, পদাতিক যুদ্ধযান, বোফর্স, পিনাখা, রুদ্র হেলিকপ্টার-সহ সমস্ত অস্ত্র ও অস্ত্র ব্যবস্থা করা এবং গুলি চালানো থেকে শুরু করে সেন্সর শুট করা ও গোয়েন্দা নজরদারি প্রদর্শিত করা হয় । হেলিকপ্টার থেকে শত্রুদের আক্রমণ করার দৃশ্য লক্ষ্য করা গেল ।

ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধযান

আরও পড়ুন :Indian Army During Snowfall : প্রবল তুষারঝড়েও সীমান্তে অতন্দ্র প্রহরী ভারতীয় সেনা, ভিডিয়ো ভাইরাল আন্তর্জালে

এদিনের সেনাবাহিনীর মহড়া ও অস্ত্রশস্ত্র দেখার সুযোগ দেওয়া হয় এনসিসি (National Cadet Corps) ছাত্র-ছাত্রীদের ৷ এছাড়াও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল তরুণ কুমার আইচ, এভিএসএম, জেনারেল অফিসার কমান্ডিং ত্রিশক্তি কোর, বিন্নাগুড়ি সেনা ছাউনির জিওসি প্রবীণ ছাবরা, উত্তরবঙ্গ বিএসএফের (BSF) আইজি অজয় সিং, এসএসবি-র (SSB) জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি পরিক্ষিত বেহেরা, জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত-সহ আধাসামরিক বাহিনির আধিকারিকরা ।

মহড়াটি সেনাবাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল, স্থানীয় বেসামরিক প্রশাসনের পাশাপাশি স্কুলের শিশু এবং এনসিসি ক্যাডেটদের সঙ্গে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও প্রত্যক্ষ করেন । এই মহড়া ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী, প্রশাসন এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা ভারতীয় সেনাবাহিনীর ।

জলপাইগুড়ির তিস্তা ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনার মহড়ার ছবি

আরও পড়ুন :Cheetah Helicopter crash : কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার, মৃত এক পাইলট

Last Updated : Apr 13, 2022, 1:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details