পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বানারহাটে রান্নার সময় শাড়িতে আগুন, মৃত মহিলা - woman

রান্না করতে গিয়ে কাঠকয়লার উনুন থেকে শাড়িতে আগুন লেগে মৃত 1 ৷ ভস্মীভূত বাড়ি ৷

আগুনে ভস্মীভূত বাড়ি

By

Published : Aug 4, 2019, 3:01 PM IST

বানারহাট (জলপাইগুড়ি), 4 অগাস্ট : রান্না করার সময় কাঠকয়লার উনুন থেকে শাড়িতে আগুন লাগে ৷ মারা যান মহিলা ৷ পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়ি ৷ জলপাইগুড়ির বানারহাট থানার অন্তর্গত চাম্মুর্চি এলাকার ঘটনা ৷

মৃত মহিলার নাম বেলপাতি ওরাওঁ ৷ গতরাতে তাঁর স্বামী সঞ্চারা ওরাওঁ ও ছোটো মেয়ে প্রতিবেশীর বাড়ি গেছিল TV দেখতে ৷ সেসময় বাড়িতে কাঠ কয়লার উনুনে রান্না করছিলেন বেলপাতি ৷ হঠাৎই তাঁর শাড়িতে আগুন ধরে যায় ৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে ৷ স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসে ৷ স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও বাঁচানো যায়নি বেলপাতিকে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details