জলপাইগুড়ি, 6 নভেম্বর: চলতি বছর জলপাইগুড়ি জেলায় 914 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । তারমধ্যে গত দেড় মাসেই আক্রান্তের সংখ্যা 702 ৷ আক্রান্তদের মধ্যে শিলিগুড়ি পৌরনিগম এলাকার বাসিন্দা 227 জন ।
জলপাইগুড়ি জেলায় এবার রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনে । 212 জনের চিকিৎসা চলছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে । জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত রাজগঞ্জে 58 জন, মালবাজার ব্লকে 235 জন, মেটেলি ব্লকে 105 জন, ধুপগুড়িতে 123 জন, জলপাইগুড়ি সদর ব্লকে 25 জন, নাগরাকাটায় 98 জন, ময়নাগুড়িতে 17 জন, জলপাইগুড়ি পৌরসভায় 21 এবং মালবাজার পৌরসভায় 2 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ।