পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যবসায় ক্ষতি মেনেই জনতা কারফিউতে শামিল হবেন জলপাইগুড়ির ব্যবসায়ীরা - jalpaiguri merchant association

কোরোনার জেরে দিন কয়েক ধরে ভিড় কমেছে দোকানগুলিতে । এবার জনতা কারফিউর সমর্থনে আগামীকাল দোকান বন্ধ রাখবেন জলপাইগুড়ির ব্যবসায়ীরা।

ছবি
ছবি

By

Published : Mar 21, 2020, 12:24 PM IST

Updated : Mar 21, 2020, 2:00 PM IST

জলপাইগুড়ি, 21 মার্চ : ব্যবসায় ক্ষতি হোক । তবুও কোরোনা সচেতনতায় প্রধানমন্ত্রীর জনতা কারফিউর ডাকে আগামীকাল সমস্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন জলপাইগুড়ির ব্যবসায়ীরা । কোরোনার জেরে এমনিতেই দিনকয়েক ধরে ভিড় কমেছে দোকানগুলিতে । লোকসানে চলছে ব্যবসা। তারপরও নিজেদের ও এলাকাবাসীর সচেতনায় কাল দোকান বন্ধ রাখবেন ব্যবসায়ীরা ।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, আগামীকাল সকাল থেকে ঘরে থাকবেন তাঁরা । জলপাইগুড়ির সবচেয়ে বড় বাজার দিনবাজারের ব্যবসায়ীরা ইতিমধ্যে নানাভাবে সাধারণ মানুষকে সচেতন করছেন। দোকানে আসা ক্রেতাদেরও জানিয়ে দিয়েছেন, আগামীকাল বন্ধ থাকবে দোকান । যেন খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে না বের হন, সেকথাও বলা হচ্ছে ক্রেতাদের ।

জনতা কারফিউতে শামিল হবেন জলপাইগুড়ির ব্যবসায়ীরা

জলপাইগুড়ি দিনবাজারের ব্যবসায়ী গোপাল কেডিয়া, রাম অবতার আগরওয়াল, আনন্দ আগরওয়ালরা জানান, এমনিতেই ব্যবসার অবস্থা খুব খারাপ। কিন্তু আগামীকাল তাঁরা কেউই দোকান খোলা রাখবেন না। আগামীকাল বাড়িতেই থাকবেন তাঁরা । প্রধানমন্ত্রী জনতা কারফিউর কথা বলেছেন, সেটা ১০০ শতাংশ পালন করা হবে ।

জলপাইগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ শাহ বলেন, "কেউ যাতে আগামীকাল দোকান খোলা না রাখেন, সেজন্য আমরা সবাইকে অনুরোধ করেছি ।"

Last Updated : Mar 21, 2020, 2:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details