ধুপগুড়ি, 11 অক্টোবর : দীর্ঘদিনের ইচ্ছা বড় করে দুর্গাপুজোর আয়োজনের। কিন্তু আর্থিক সমস্যায় নিজেদেরই নুন আনতে পান্থা ফুরোনো অবস্থা। তবে সম্প্রতি রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকেছে ৷ আর সেই টাকা দিয়েই পুজোর আয়োজন করলেন ধুপগুড়ির ভেমটিয়া এলাকার মহিলারা।
দীর্ঘ কয়েক বছর ধরেই প্রতিমা ছাড়াই ঘট পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর আয়োজন করে আসছিলেন ধুপগুড়ির ভেমটিয়া এলাকার মহিলারা। প্রতিমা ছাড়া পুজোর আয়োজন করতে গিয়ে একসময় চোখে জল চলে এসেছিল মহিলাদের। দীর্ঘদিন ধরেই তাঁদের ইচ্ছে প্রতিমা দিয়ে বড় দুর্গাপুজো করার। কিন্তু পারিবারিক আর্থিক সমস্যা সেই পথে অন্তরায় হয়ে দাঁড়ায় ৷ একাধিকবার বড় পুজোর আয়োজন করতে গিয়ে অসুবিধার মুখে পড়তে হয়েছিল মহিলাদের।