জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারি : জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকা থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হল। তাদের মধ্যে একজন এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।
জলপাইগুড়ি শহরে গত কয়েক মাসে একাধিক মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সম্প্রতি ফোনে কথা বলতে বলতে এক ব্যক্তি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, তখন দুই যুবক বাইকে চেপে এসে তাঁর ফোনটি ছিনতাই করে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। বিশেষ সূত্রে পুলিশ খবর পায় শহর সংলগ্ন রাহুত বাগান এলাকায় দুষ্কৃতীদের একটি দল শহরের বিভিন্ন জায়গায় মোবাইল ফোন ছিনতাইয়ের সঙ্গে জড়িত। দলটিতে চারজন রয়েছে।