পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোবাইল ছিনতাই, চোর ধরতে গিয়ে চোখ কপালে পুলিশের - jalpaigudi

জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকা থেকে  মোবাইল ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হল। তাদের মধ্যে একজন এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

mobile theft

By

Published : Feb 26, 2019, 6:51 AM IST

জলপাইগুড়ি, ২৬ ফেব্রুয়ারি : জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকা থেকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হল। তাদের মধ্যে একজন এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

জলপাইগুড়ি শহরে গত কয়েক মাসে একাধিক মোবাইল ফোন চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সম্প্রতি ফোনে কথা বলতে বলতে এক ব্যক্তি রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, তখন দুই যুবক বাইকে চেপে এসে তাঁর ফোনটি ছিনতাই করে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। বিশেষ সূত্রে পুলিশ খবর পায় শহর সংলগ্ন রাহুত বাগান এলাকায় দুষ্কৃতীদের একটি দল শহরের বিভিন্ন জায়গায় মোবাইল ফোন ছিনতাইয়ের সঙ্গে জড়িত। দলটিতে চারজন রয়েছে।

এরপর অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানতে পারে এই দলে উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থীও রয়েছে। এই বিষয়টি পুলিশকে অবাক করেছে। পুলিশের একটি মহল বলছে, এখন নতুন প্রজন্মের অনেকের মধ্যে সহজে উপার্জনের লোভে অল্পবয়সেই অপরাধচক্রে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই ঘটনায় আরও একবার তা প্রমাণিত হল।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাতটি মোবাইল ফোন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মোবাইল ফোনগুলি গত কয়েক মাসে শহরের বিভিন্ন জায়গা থেকে ছিনতাই করেছিল দুষ্কৃতীরা।

ABOUT THE AUTHOR

...view details