পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুখবর, নেওড়াভ্যালিতে ফের ক্যামেরাবন্দী রয়্যাল বেঙ্গল টাইগার

নেওড়াভ্যালিতে বন্যপ্রাণ বিভাগের বিশেষ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি ৷ প্রাথমিক পর্যবেক্ষনে মনে করা হচ্ছে ক্যামেরাবন্দী বাঘটি পূর্ণ বয়স্ক পুরুষ । এই নিয়ে দ্বিতীয়বার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি ৷

Neora Valley
ক্যামেরাবন্দী হল রয়্যাল বেঙ্গল টাইগার

By

Published : Jan 1, 2020, 9:51 PM IST

Updated : Jan 1, 2020, 10:17 PM IST

জলপাইগুড়ি, 1 ডিসেম্বর : ক্যামেরাবন্দী হল রয়্যাল বেঙ্গল টাইগার ৷ নতুন বছরের প্রথম দিনেই নেওড়াভ্যালির জাতীয় উদ্যানে দেখা মিলল বাঘের ৷ বন্যপ্রাণ বিভাগের বিশেষ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি ৷ এটিকে নতুন বছরের সুখবর হিসেবেই উল্লেখ করেছে বন দপ্তর ৷

জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণ বিভাগের 159.89 বর্গকিলোমিটার এলাকা জুড়ে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান । প্রাথমিক পর্যবেক্ষণে মনে করা হচ্ছে ক্যামেরাবন্দী বাঘটি পূর্ণবয়স্ক পুরুষ । 2017 সালে আনমোল ছেত্রী নামের এক গাড়িচালক রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি তুলে প্রমাণ করেছিলেন নেওড়াভ্যালি জাতীয় উদ্যানে বাঘের অস্তিত্ব আছে । এরপর আজ জানুয়ারি মাসে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে বন্যপ্রাণ বিভাগের বিশেষ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়ল ।

1998 সালে এই জঙ্গলে প্রথম বাঘের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় ৷ কিন্তু সেই সময় কোনও ছবি পায়নি বনদপ্তর । 2017 সালে প্রথমবারের জন্য ক্যামেরাবন্দী হয় রয়্যাল বেঙ্গল টাইগার । মাঝখানে আর কোনও ছবি ধরা পরেনি । 2019 সালের 18 ডিসেম্বর ফের ট্র‍্যাপ ক্যামেরায় বন্দী হয় নেওড়াভ্যালির বাঘ । এরপর আজ আবারও বাঘের ছবি ক্যামেরাবন্দীহল নেওড়াভ্যালিতে ৷ গরুমারা বন্যপ্রাণ বিভাগের আধিকারিক নিশা গোস্বামী জানান যে, আগের বাঘের ছবির সঙ্গে এই বাঘের ছবি মিলিয়ে দেখা হচ্ছে যে বাঘ দু'টি আলাদা কি না ।

Last Updated : Jan 1, 2020, 10:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details