পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kangaroo Rescue : উত্তর-পূর্ব ভারতে ক্যাঙারুর বেআইনি কৃত্রিম প্রজনন, মনে করছেন বিশেষজ্ঞরা

একমাসের মধ্যে পাঁচটি ক্যাঙারু উদ্ধার হয়েছে জলপাইগুড়িতে ৷ কোথা থেকে আসছে এই ক্যাঙারুগুলি ? এ নিয়ে উদ্বিগ্ন প্রশাসন ৷ পাশাপাশি, বন্যপ্রাণ বিশেষজ্ঞ এবং পরিবেশবিদরা জানাচ্ছেন, সম্ভবত মিজোরামে বেআইনিভাবে কৃত্রিম প্রজনন কেন্দ্র তৈরি করে এই ক্যাঙারুগুলির জন্ম দেওয়া হচ্ছে (Illegal Artificial Insemination of Kangaroos in North Eastern India) ৷

Illegal Artificial Insemination of Kangaroos in North Eastern India
Illegal Artificial Insemination of Kangaroos in North Eastern India

By

Published : Apr 4, 2022, 5:20 PM IST

জলপাইগুড়ি, 4 এপ্রিল : একমাসের মধ্যে 5টি ক্যাঙারু উদ্ধার হয়েছে উত্তরবঙ্গ থেকে ৷ জলপাইগুড়ি ও শিলিগুড়ি থেকে এই 5টি ক্যাঙারু উদ্ধার করা হয়েছে । কোথা থেকে আসছে ক্যাঙারুগুলি ? উঠছে প্রশ্ন । অভিযোগ উঠেছে উত্তর-পূর্ব ভারতে কৃত্রিমভাবে প্রজনন করা হচ্ছে ক্যাঙারু (Illegal Artificial Insemination of Kangaroos in North Eastern India) ৷ আর সেখান থেকেই পাচার করা হচ্ছে ৷

ইতিমধ্যে, আলিপুরদুয়ার জেলায় অসম-বাংলা সীমানা এলাকার বারোবিশাতে রুটিন তল্লাশির সময় একটি পূর্ণবয়স্ক ক্যাঙারু উদ্ধার হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে । ইতিমধ্যেই রাজ্য বন দফতর উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে ৷ মূলত অস্ট্রেলিয়ার এই প্রাণী ভারতে চিড়িয়াখানাতে থাকলেও, উত্তর-পূর্ব ভারতের কোথা থেকে এই ক্যাঙারু আনা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন :Video of Kangaroo Rescued From Gajoldoba : গজলডোবা থেকে উদ্ধার হয় দুটি ক্যাঙারু, সামনে এল সেই রাতের ভিডিয়ো

জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত বলেন, ‘‘আমাদের ধারণা এই ক্যাঙারুগুলি পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল ৷ উত্তর-পূর্ব ভারত থেকে আনা হচ্ছিল মনে করা হচ্ছে ৷ আমাদের ধারণা মিজোরামে অবৈধভাবে এই অস্ট্রেলিয়ান প্রাণীর প্রজনন করা হচ্ছে ৷ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীদের মায়ানমার দিয়ে আনা হচ্ছে কিনা দেখা উচিত ৷ মায়ানমার ও চিনের মত দেশ বন্যপ্রাণীর দেহাংশ নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে থাকে ৷ সরকারের উচিত এই আন্তর্জাতিক পাচারচক্র নিয়ে একটা তদন্ত করা ৷’’

আরও পড়ুন : Kangaroo Rescue : এবার শিলিগুড়িতেও উদ্ধার ক্যাঙারু

জলপাইগুড়ির পরিবেশবিদ শ্যামাপ্রসাদ পান্ডে বলেন, ‘‘বিদেশি প্রাণী বাড়িতে পোষার চাহিদা বেড়েছে ৷ সেই চাহিদা পূরণের জন্যই এই পাচার হতে পারে ৷ তবে, কৃত্রিম প্রজনন কেন্দ্র গড়ে উঠেছে কিনা, তার সঠিক প্রমাণ আমাদের কাছে নেই ৷ তবে এটা শুনেছি ।’’ অন্যদিকে পরিবেশবিদ বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, ‘‘অবিলম্বে একটা তদন্ত কমিটি গঠন করা উচিত ৷ প্রজনন কৃত্রিম ভাবে হচ্ছে সেই তথ্য উঠে আসছে ৷’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details