জলপাইগুড়ি, 18 এপ্রিল : আজ ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ডাঃ জয়ন্ত রায়। তিনি বলেন, "ডাবগ্রাম, ফুলবাড়ি ও শিলিগুড়ি কর্পোরেশনে গেছিলাম। ভোটগ্রহণ পর্ব ভালই চলছে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। CRPF মোতায়েন আছে। তৃণমূল সন্ত্রাস চালানোর চেষ্টা করছে কিন্তু সেন্ট্রাল পুলিশ থাকায় এখনও কিছু করতে পারেনি।"
200 শতাংশ নিশ্চিত, আমরাই জিতব ; জয়ন্ত রায়
আজ ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী ডাঃ জয়ন্ত রায় বলেন, আমি 200 শতাংশ নিশ্চিত তৃণমূলের সন্ত্রাস যদি বাদ দেওয়া যায় তবে আমরাই জিতছি।
তিনি আরও বলেন, "কিন্তু গতকাল রাত থেকেই খবর পেয়েছি ময়নাগুড়ির কাছে ওরা বাইক মিছিল করছে, হুমকি দিচ্ছে, বুথ ক্যাপচারও করছে। আমরা অতি স্পর্শকাতর বুথের তালিকা দিয়েছিলাম এবং সেন্ট্রাল ফোর্স দেওয়ার দাবি করেছিলাম। কিন্তু কিছু কিছু বুথে ফোর্স দেওয়া হয়নি। তার মধ্যে মাধবডাঙা 1, 2 রয়েছে। আমরা বারবার জানিয়েছি। খবর পেয়ে অবজ়ারভার ঘটনাস্থানে যান। কিন্তু তিনি ফিরে এলে আবার সন্ত্রাস শুরু হয়। সন্ত্রাস যদি বাদ দেওয়া যায় তবে আমরাই জিতছি। আমি 200 শতাংশ নিশ্চিত। কারচুপির পরিমাণ এখনও বোঝা যাচ্ছে না তবে আমরা আশাবাদী।"
গত পঞ্চায়েত ভোট প্রসঙ্গে তিনি বলেন, "পঞ্চায়েত ভোটে যারা ভোট দিতে পারেনি তারা মুখিয়ে ছিল যে কখন ভোট দেবে। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। মানুষ এখন একদিকে আর তৃণমূল একদিকে হয়ে গেছে।"