জলপাইগুড়ি, 20 অক্টোবর: স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক। সোশাল মিডিয়ায় অন্তরঙ্গ মুহূর্ত ভাইরাল হতেই বিদ্যুতের হাইটেনশন টাওয়ারে উঠে আত্মহত্যা করার চেষ্টা স্বামীর। ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও দমকল বাহিনী ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝার চা বাগানে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
ডেঙ্গুয়াঝাড় বাগানের ম্যানেজার জীবন চন্দ্র পাণ্ডে জানিয়েছেন, বাগানের একজন শ্রমিক আত্মহত্যা করতে গিয়েছিলেন ৷ এটা জানার পরেই তিনি ছুটে আসেন। পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। স্থানীয়দের চেষ্টায় তাঁকে টাওয়ার থেকে নামানো সম্ভব হয়েছে।
আত্মহত্যার চেষ্টা করতে যাওয়া যুবক অভিযোগ করে জানিয়েছেন, তাঁর স্ত্রীয়ের গ্রামেরই এক যুবকের সঙ্গে পরকিয়ায় লিপ্ত ছিল। তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিয়ো প্রকাশ্যে চলে আসে। এরপর হাতে নাতে ধরার জন্য তিনি নাকি অপেক্ষায় ছিলেন ৷ এরপর একদিন সুযোগ পেয়ে যান ৷ স্ত্রী ও অভিযুক্ত স্থানীয় যুবককে হাতে নাতে ধরে ফেলেন ৷ বিকাশ। এরপরেই স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল বচসা হয়। তার জেরেই তিনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন ৷ তিনি আরও জানান, এমন ঘটনায় মন ভেঙে গিয়েছে ৷ তাঁর পরিবারে আর কেউ নেই ৷ তিনি একা হয়ে পড়েছেন ৷