জলপাইগুড়ি, 14 অগস্ট:ফের খুন ! ধারালো অস্ত্রের কোপে স্ত্রী’কে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর ৷ মৃতের নাম ফণিবালা রায় ৷ সোমবার সকালে ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্য বোড়াগাড়ি এলাকার ঘটনা ৷ পারিবারিক অশান্তির জেরে এই খুন এলাকাবাসীর সঙ্গে কথা বলে এমনটাই অনুমান পুলিশের ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ধূপগুড়ি অঞ্চলের বাসিন্দা ফণিবালা ও ভূপাল রায় ৷ ভূপাল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী ৷ প্রায়শই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত ৷ এদিন ভোরবেলা থেকেই স্বামী- স্ত্রী মধ্যে অশান্তি শুরু হয় ৷ সেই সময়েই স্ত্রী’র উপর চড়াও হন ৷ এই ব্যাক্তি ৷ স্ত্রী’র উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন ৷ প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে যান ৷ সেইসময়েই পিছন থেকে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মারেন ভূপাল ৷ হাতের সামনে থাকা বাশিলা (ধারালো অস্ত্র) দিয়েই কোপ মারেন ৷ নিমেষের মধ্যে ধানক্ষেতের মধ্যে লুটিয়ে পড়েন স্ত্রী ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় ফণিবালার ৷
এদিকে স্ত্রীকে খুনের পর ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ভূপাল রায় । পরবর্তীকালে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । শনিবারই সকালেই ধূপগুড়ি পুরসভার 5 নং ওয়ার্ডে খুন হন এক বৃদ্ধা । ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও খুন ৷ সেই খবর এলাকায় ছডিয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷