জলপাইগুড়ি, 9 জুলাই: ভোটগ্রহণ পর্ব মিটেছে শনিবার ৷ আর ভোটকেন্দ্রের পিছনের পানাপুকুর থেকে নাটকীয়ভাবে ব্যালট বাক্স উদ্ধার হল রবিবার সকালে ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর হাকিমপাড়া বিএফপি বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্রে ৷ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল পর্যন্ত 13 নম্বর বুথের ব্যালট বক্সটি জেলার স্ট্রং রুমে জমা পড়েনি ৷ অভিযোগ, গতকাল সদর ব্লকের পাহাড়পুর হাকিমপাড়া বিএফপি বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্রে তাণ্ডব চালিয়েছে শাসকদলের কর্মীরা ৷ দেদার ছাপ্পা দিয়েছে তারা ৷ এরপর নাকি ব্যালট বাক্স নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা ৷ যদিও শাসক প্রাার্থীর স্বামীই ব্যালট বাক্স উদ্ধার করলেন!
ব্যালট বাক্সের খোঁজ না-পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় ৷ জানা গিয়েছে, পুলিশ বাহিনী বাক্স খোঁজার চেষ্টা করেছে কিন্তু পায়নি ৷ পরে নাটকীয়ভাবে সেটি খুঁজে বার করেন তৃণমূল প্রার্থীর স্বামী অমল রায় ৷ তিনি বলেন, "আমরা এখানে ভোটে ছিলাম ৷ হঠাৎ বিজেপির লোকজন এসে আক্রমণ করে এবং ভাঙচুর চালায় ৷"
আরও পড়ুন: বাসন্তীতে তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর খবর দিয়ে ক্ষমা চাইলেন প্রাক্তন মন্ত্রী