জলপাইগুড়ি, 4 ডিসেম্বর: বিলাসবহুল গাড়ির স্টেপনি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ৷ চাঞ্চল্যকর ঘটনায় জলপাইগুড়িতে আটক 5 ৷ এদিন বিন্নাগুড়ি আউট পোস্টে পুলিশের হাতে আটক হয় এক বিলাসবহুল গাড়ি (Money Recovery by Binnaguri Outpost)। সেই গাড়ির স্টেপনি থেকেই উদ্ধার হয় বিপুল অংকের টাকা ৷
পুলিশ জানিয়েছে, ভিন রাজ্যের ওই গাড়ির অতিরিক্ত টায়ারের মধ্যে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ টাকা । গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালায় বানারহাট থানার বিন্নাগুড়ি ফাঁড়ির (Binnaguri Outpost) পুলিশ। সন্দেহ হওয়ার ফলে পুলিশ টায়ার খুলে দেখে কালো প্লাস্টিকে মোড়ানো রয়েছে লক্ষ লক্ষ টাকা। টায়ারের ভিতর থেকে 94টি মোটা টাকার বান্ডিল উদ্ধার করে তারা। বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়া- চৌপথি এলাকায় তল্লাশি চলাকালীন উদ্ধার হয় এই টাকা। গাড়িতে থাকা 5 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বানারহাট থানার পুলিশ।