পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Guwahati-Bikaner Express Derail : নিহত 5, আহত শতাধিক; ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

আজ বিকেলে জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে লাইনচ্যুত হয় 15633 আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস (Guwahati-Bikaner Express Derail) ৷

guwahati-bikaner express accident
guwahati-bikaner express accident

By

Published : Jan 13, 2022, 6:42 PM IST

Updated : Jan 13, 2022, 8:40 PM IST

ময়নাগুড়ি, 13 জানুয়ারি : গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলের উচ্চপর্যায়ের নিরাপত্তা তদন্তের নির্দেশ ৷ আজ বিকেলে জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে লাইনচ্যুত হয় 15633 আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিগন্যালিংয়ে সমস্যা ছিল না ৷ তদন্তকারীদের অনুমান, রেললাইনের ত্রুটি থেকেই এই ভয়াবহ দুর্ঘটনা (Guwahati-Bikaner Express Derail)৷

জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে ৷ আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ রেলের তরফে যে হেল্পলাইন নম্বরগুলি দেওয়া হয়েছে সেগুলি হল 03612731622, 03612731623 ৷

নিহত 5, আহত শতাধিক; ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ

বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ আহত এক যাত্রী জানিয়েছেন হঠাৎ করেই ধাক্কা অনুভব করেন ৷ তার পর আর কিছু মনে নেই ৷ পরে দেখেন যে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়ে পড়ে রয়েছে ৷ রেলের তরফে জানানো হয়েছে যে 12টি বগি লাইনচ্যূত হয়েছে ৷ ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ গুরুতর আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুন :Train Accident at North Bengal : ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত 12টি বগি

ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং ডিজি নিরাপত্তা দিল্লি থেকে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিয়েছেন ৷ আলিপুরদুয়ার জেলা থেকে সিভিল ডিফেন্সের টিম এবং ন‘টি অ্যাম্বুলেন্স ময়নাগুড়ি উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা ৷ দার্জিলিং জেলা থেকে পাঠানো হয়েছে সাতটি অ্যাম্বুলেন্স, তিনটি দমকল ইঞ্জিন, দুটি কুইক রেসপন্স টিম ও বিপর্যয় মোকাবিলা দল । আলিপুরদুয়ার জংশনের তরফে দুটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ৷ সেগুলি হল- 050 34666, 03564 255190 ৷

Last Updated : Jan 13, 2022, 8:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details