জলপাইগুড়ি, 22 এপ্রিল : জলপাইগুড়িতে করোনা পরিস্থিতির উদ্বেগজনক । পরিস্থিতির কথা মাথায় রেখে জলপাইগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ডঃ সুব্রত গুপ্ত । জেলাশাসকের দপ্তরে স্বাস্থ্য দপ্তর, জেলা পরিষদ, পূর্ত দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়ে আলোচনা করলেন অতিরিক্ত মুখ্য সচিব ।
জলপাইগুড়ি জেলাতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । পরিস্থিতির মোকাবিলা করতে জেলায় বাড়ানো হচ্ছে বেডের সংখ্যা । পাশাপাশি জেলার সমস্ত ব্লকে মোট 8টি সেফ হোম খোলা হচ্ছে ৷ জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসুকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি বিশ্ববাংলায় অবস্থিত জেলার এক মাত্র করোনা হাসপাতাল পরির্দশন করেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব । হাসপাতালে ইতিমধ্যেই 350টি বেড রয়েছে ৷ আরও 200টি বেড বাড়ানো হচ্ছে ।