পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে ডেপুটি সিএমওএইচকে হেনস্থা আইনজীবীদের - প্রতিবাদে স্বাস্থ্যকর্মীরা

আজ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে আইএমএ ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখান । এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের জলপাইগুড়ির কনভেনর কুন্তল ভট্টাচার্য বলেন, ‘‘আমরা আমাদের স্বাস্থ্যকর্তাকে হেনস্থার প্রতিবাদ জানাচ্ছি । আমরা আইনজীবীদের এমন আচরণ মানতে পারছি না ।’’

প্রতিবাদে স্বাস্থ্যকর্মীরা
প্রতিবাদে স্বাস্থ্যকর্মীরা

By

Published : May 21, 2021, 10:55 PM IST

জলপাইগুড়ি, 21 মে : ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে আইনজীবীদের সঙ্গে জেলা স্বাস্থ্য আধিকারিকের বচসা ৷ তার জেরেই উত্তাল জলপাইগুড়ির একাধিক এলাকা ৷ সকাল থেকে স্বাস্থ্য আধিকারিককে হেনস্থার প্রতিবাদে কালো ব্যাচ পরে জেলাজুড়ে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । অন্যদিকে ভ্যাকসিন না পেলে আদালত অচল করার হুমকি দিলেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ।

জলপাইগুড়ির আইএমএ-র সহ সভাপতি ডাঃ রাহুল ভৌমিক অভিযোগ করেন,‘‘জেলার স্বাস্থ্য আধিকারিক ডাঃ শঙ্করলাল ঘোষ ভ্যাকসিনের দায়িত্বে আছেন । গতকাল জেলার কতিপয় আইনজীবী শঙ্করলাল ঘোষের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলেন । তাঁকে মানসিকভাবে হেনস্থা করা হয় । আমরা এর প্রতিবাদ করছি । ধিক্কার জানাচ্ছি । কারণ আমরা করোনা পরিস্থিতিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিচ্ছি । শঙ্করলাল ঘোষ অক্লান্ত পরিশ্রম করে ভ্যাকসিন দেওয়ার কাজ সুষ্ঠভাবে করছেন । যেভাবে বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত কতিপয় আইনজীবী স্বাস্থ্যকর্তার সঙ্গে দুর্ব্যবহার করলেন তা মেনে নেওয়া যায় না । আমরা জেলাশাসককে বিষয়টি জানিয়েছি ।’’

ডেপুটি সিএমওএইচকে হেনস্থা আইনজীবীদের একাংশের, প্রতিবাদ কর্মসূচি স্বাস্থ্যকর্মীদের

আজ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে আইএমএ ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখান । এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের জলপাইগুড়ির কনভেনর কুন্তল ভট্টাচার্য বলেন, ‘‘আমরা আমাদের স্বাস্থ্যকর্তাকে হেনস্থার প্রতিবাদ জানাচ্ছি । আমরা আইনজীবীদের এমন আচরণ মানতে পারছি না । তাঁদের ক্ষমা চাইতে হবে । কারণ মানসিকভাবে ভেঙে পরে চাকরি ছাড়ার কথা জানিয়েছেন জেলা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক শঙ্করলাল ঘোষ । এটা কাম্য নয় ।’’

আরও পড়ুন : রাজ্যসভার টিকিটেই কি শোভন-ঋণ মেটাবেন মমতা ?

জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকারের অভিযোগ, গতকাল আইনজীবীদের ভ্যাকসিন দেওয়ার জন্য ডাকা হলেও ভ্যাকসিন দেওয়া হয়নি । আমরা বার অ্যাসোসিয়েশনের প্যাডে লিখে নামের তালিকা দিয়েছিলাম । কিন্তু জেলার ডেপুটি সিএমওএইচ শঙ্করলাল ঘোষ কয়েকজনকে ভ্যাকসিন দেওয়ার পরে আর দিতে চাননি । তাঁর সঙ্গে আমাদের বচসা হয় এবং পরে তা মিটেও যায় । আমরা তাঁকে সব রকম সহযোগিতা করি ৷ আমরা জেলা বিচারককে আমাদের নামের তালিকা দিয়েছি । আমরা আর স্বাস্থ্য দপ্তরে ভ্যাকসিন নিতে যাব না । আমরা ভ্যাকসিন না পেলে আদালত অচল করে দেব ৷’’

ABOUT THE AUTHOR

...view details