জলপাইগুড়ি, 13 অগস্ট : করোনা নিয়ে এই রাজ্যের মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছে প্রতিবেশী রাজ্য সিকিম (Sikkim) । সিকিমে সংক্রমণ বেড়ে যাওয়ায় চিন্তিত স্বাস্থ্যকর্তারা । সিকিম থেকে নেমে আসা নাগরিকদের করতে হচ্ছে অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test) । করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের 8 জেলার জন্য 217 জন ডাক্তার চাইলেন ওএসডি (OSD) ।
সিকিমের লাইফলাইন পশ্চিমবঙ্গ । তাই প্রতিদিন সিকিম থেকে নেমে আসা মানুষদের নিয়ে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে এই রাজ্যের স্বাস্থ্যকর্তাদের । সিকিম থেকে আসা নাগরিকদের জন্য চারটি নাকা চেকিং পয়েন্ট বসানো হয়েছে । বেশ কিছু বিধিনিষেধের মধ্যে দিয়ে সিকিম থেকে এই রাজ্যে ঢুকতে হচ্ছে পড়শি রাজ্যের নাগরিকদের । যাতে কোনওভাবেই করোনা আক্রান্তরা এই রাজ্যে ঢুকতে না পারেন, তার জন্য কড়া নজর রাখা হচ্ছে । চেকিং পয়েন্টেই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোর ব্যবস্থা করা হয়েছে ।