পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে কাজ করতে হবে, উত্তরবঙ্গ সফরে গিয়েই বার্তা মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে নামেন মুখ্যমন্ত্রী । এরপর পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে বৈঠকে বসেন । অভ্যন্তরীণ বিরোধ মেটানোর বার্তাই দেন তিনি ৷

mamata banerjee
mamata banerjee

By

Published : Dec 14, 2020, 8:40 PM IST

জলপাইগুড়ি, 14 ডিসেম্বর: নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে কাজ করতে হবে । উত্তরবঙ্গ সফরে দলীয় নেতা, বিধায়কদের এবার এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে আসেন তিনি । এরপর তিনি পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে বৈঠকে বসেন ।

আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, সবাইকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন নেত্রী । পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি । বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়ার কথাও বলেছেন । তৃণমুলের জলপাইগুড়ি জেলা সভাপতি কিষান কল্যাণীও বলেন, "সামনে বিধানসভা নির্বাচন । আমাদের একসঙ্গে কাজ করতে হবে, জানিয়েছেন নেত্রী ।"

আলিপুরদুয়ারের তৃণমূল নেতা মোহন শর্মা বলেন, "আগামী বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভা আসন আমরা মুখ্যমন্ত্রীকে উপহার দেব বলে অঙ্গীকারবদ্ধ হয়েছি । মালবাজারের বিধায়ক বুলুচিক বরাইক, মালবাজার পুরসভার প্রশাসক স্বপন সরকার বলেন, নির্বাচন আসন্ন আমাদের সবাইকে ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন দলনেত্রী ।"

জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে মুখ্যমন্ত্রী ৷

চা বলয়ে যা অবস্থা রয়েছে তাতে করে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী ৷ জানান নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা । তিনি বলেন, নিজেদের মধ্যে যে বিরোধ আছে তা মিটিয়ে নিয়ে কাজ করতে হবে । যাঁরা দলের মধ্যে ক্ষোভপ্রকাশ করেছেন, তাঁদের সঙ্গেও মুখ্যমন্ত্রী কথা বলেছেন ।

মন্ত্রী গৌতম দেব জানান, "অনেক বিষয়ে আলোচনা হয়েছে । দলের অভ্যন্তরীণ ব্যপার আমরা এমন কিছু বলব না যে তা বাইরে বেরিয়ে পড়ে । দলের বিষয় দলের মধ্যেই আলোচনা করে নিতে হবে ।"

আজ বিকেলে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার বিধায়ক এবং শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে ছিলেন জলপাইগুড়ির জেলা সভাপতি কিষান কল্যাণী, আলিপুরদুয়ারের জেলা সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার, জলপাইগুড়ির সভাধিপতি উত্তরা বর্মণ, জলপাইগুড়ি জেলার বিধায়ক অনন্তদেব অধিকারী, মিতালি রায়, খগেশ্বর রায়, গৌতম দেব, শুক্রা মুন্ডা, বুলুচিক বরাইক, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী, কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুর, ঋতব্রত বন্দোপাধ্যায় সহ অন্যরা ।

ABOUT THE AUTHOR

...view details