জলপাইগুড়ি, 14 ডিসেম্বর: নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে সবাইকে নিয়ে কাজ করতে হবে । উত্তরবঙ্গ সফরে দলীয় নেতা, বিধায়কদের এবার এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে আসেন তিনি । এরপর তিনি পূর্ত দপ্তরের পরিদর্শন কুঠিতে বৈঠকে বসেন ।
আলিপুরদুয়ারের তৃণমূল জেলা সভাপতি মৃদুল গোস্বামী বলেন, সবাইকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন নেত্রী । পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন তিনি । বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হওয়ার কথাও বলেছেন । তৃণমুলের জলপাইগুড়ি জেলা সভাপতি কিষান কল্যাণীও বলেন, "সামনে বিধানসভা নির্বাচন । আমাদের একসঙ্গে কাজ করতে হবে, জানিয়েছেন নেত্রী ।"
আলিপুরদুয়ারের তৃণমূল নেতা মোহন শর্মা বলেন, "আগামী বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভা আসন আমরা মুখ্যমন্ত্রীকে উপহার দেব বলে অঙ্গীকারবদ্ধ হয়েছি । মালবাজারের বিধায়ক বুলুচিক বরাইক, মালবাজার পুরসভার প্রশাসক স্বপন সরকার বলেন, নির্বাচন আসন্ন আমাদের সবাইকে ঝাপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন দলনেত্রী ।"