পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘরের ভিতরে স্বামী- স্ত্রী ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগ ছোট বোনের স্বামীর বিরুদ্ধে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

Hanging Body Recover: জলপাইগুড়ির বারপাটিয়া এলাকায় দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ৷ অভিযোগের তির মৃত দম্পতির ছোট জামাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Hanging Body Recover
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 7:48 PM IST

জলপাইগুড়ি, 12 ডিসেম্বর: ঘর থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জলপাইগুড়ির বারপাটিয়া গ্রামপঞ্চায়েতের নাথুয়ার চরের ঘটনা । মৃতরা হলেন বেচারাম দাস (65) রাধারাণী দাস (60)। দম্পতির বড় মেয়ে রিনা সরকারের অভিযোগ, তাঁর বাবা-মাকে খুন করা হয়েছে । অভিযোগের তীর মৃতের জামাই এর বিরুদ্ধে । যে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই দুই দম্পতির মৃতদেহ পাওয়া গিয়েছে সেই ঘরের ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

মৃত দম্পতির বড় মেয়ের অভিযোগ, তাঁর ছোট বোনের স্বামী এই কাজ করেছে ৷ তাঁর কথায়, " ছোট বোন মাঝে মাঝে শ্বশুর বাড়ি চলে আসতেন ৷ সঙ্গে স্বামীও আসতেন ৷ তা নিয়েই মাঝে মাঝে অশান্তি হত ৷ সোমবারও ছোট বোনের স্বামী রতন চন্দ্র দাস শ্বশুর বাড়ি আসেন ৷ বাড়িতে এসে হুমকি দেয়। মেয়েকে প্রশ্রয় দিয়েই এমন করেছে বলে অভিযোগ সে। মেয়ে কোথায় আছে সেটা নাকি বাবা জানে। তা নিয়ে আমার বাবা-মায়ের সঙ্গে অশান্তি হয় ৷" তখনই হয়ত বাবা-মা’কে খুন করে বলে অভিযোগ রিনা সরকারের ৷ ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিস দেখে এমনটাই মনে করছেন তিনি । যদিও এদিন অভিযুক্ত রতন দাসকে তার বাড়িতে পাওয়া যায়নি । তবে রতন দাসের ছেলে বিশাল দাস বলেন, "বাবার সঙ্গে দাদু-দিদার একটা ঝামেলা হয়েছিল । কিন্তু বাবা দাদু ও দিদাকে মারেনি ৷ বাবা বাড়িতে নেই ৷ সকালে ফোন করে জানিয়ে ডাক্তার দেখাতে গেছে ৷"

স্থানীয় পুলিশ এসে মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি গভ :মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ । কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, "আমরা ঘটনার তদন্ত শুরু করেছি । মৃতদেহ ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ।"

আরও পড়ুন:

  1. সুইসাইড নোটে সময় উল্লেখ করে আত্মহত্যা মা ও ছেলের! তদন্তে পুলিশ
  2. কোটায় আত্মঘাতী বাংলার ছাত্র! উদ্ধার নিট পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ
  3. ফোনে কথা বলার পরই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! প্রেমঘটিত কারণে আত্মহত্যার অনুমান পুলিশের

ABOUT THE AUTHOR

...view details