জলপাইগুড়ি, 16 ডিসেম্বর: জলপাইগুড়ি সরকারি কোরক হোমে (Jalpaiguri Korok Home) এক আবাসিকের (Juvenile Resident) ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ৷ মৃতের নাম লাবু ইসলাম ৷ ঘটনার পর আবাসিকের আত্মীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় । ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ । আবাসিকের পরিবারের সদস্যরা হোমের গেটের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে ৷ এরপর কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।
জানা গিয়েছে, এদিন দুপুরে ওই আবাসিকের ঝুলন্ত দেহ উদ্ধারের পর হোম থেকে তাঁর পরিবারকে খবর দেওয়া হয় । পরিবারের লোকেরা হোমে এলে তাঁদের সবাইকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ । কয়েক ঘণ্টা ধরে মৃতদেহ হোমের ভেতরেই পড়ে থাকে । এমনকী তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি বলে অভিযোগ করেন লাবুর মাসতুতো দিদি শিখা রায় । তিনি জানান, আজ দুপুরেই ভাইকে খাবার দিতে এসেছিলাম । সব ঠিকঠাকই ছিল । কিন্তু কীভাবে কেন এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছি না । গত দেড় বছর ধরে ভাই গাঁজা মামলায় কোরক হোমেই ছিল । কোচবিহারের টাপুরহাটের বাসিন্দা লাবু ইসলাম ।