কলকাতা, 13 জানুয়ারি : উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident at North Bengal) ৷ লাইনচ্যুত 15633 গুয়াহাটি-বিকানের আপ এক্সপ্রেস ৷ জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমোহনির কাছে ঘটনাটি ঘটেছে ৷ রেলের তরফে জানানো হয়েছে যে 12টি বগি লাইনচ্যূত হয়েছে ৷
বিকেল পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ এখনও পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, তাতে বহু যাত্রী আহত হয়েছেন ৷ রেলের তরফে উদ্ধার কাজ শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে রিলিফ ট্রেন ও মেডিক্যাল ভ্যান নিয়ে হাজির হয়েছেন আলিপুরদুয়ারের ডিআরএম ও এডিআরএম ৷ জলপাইগুড়ির পুলিশ সুপারও ঘটনাস্থলে গিয়েছেন ৷
আহত হয়েছেন অনেকে ৷ জলপাইগুড়ির জেলাশাসক জানিয়েছেন, আপাতত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে ৷ তাঁদের নাম-পরিচয় এখনও জানা যায়নি ৷ তবে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ যাঁদের আঘাত গুরুতর তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷ প্রায় 50টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে ৷ এনডিআরএফের দু’টি টিম পাঠানো হয়েছে ৷ আহতদের চিকিৎসার ব্যবস্থা জলপাইগুড়ি জেলা হাসপাতাল ও নিউ ময়নাগুড়ি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷